আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

“আমিই হবো নৌকার মাঝি”

শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮, রাত ০৯:০৭

তোফায়েল হোসেন জাকির, সাদুল্যাপুর(গাইবান্ধা)থেকে ॥ মোটরসাইকেল আর মাইক্রোবাস দিয়ে সোডাউন দিয়ে লাভ নেই। দুই বছর আগ থেকে নিজে বাইসাইকেল চালিয়ে পথঘাট ও মাঠে-ময়দানে জনসংযোগ চালিয়ে আসছি। এবার আমিই হবো নৌকার মাঝি। গতকাল সাদুল্যাপুর শহরের চৌমাথা মোড়ে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন নৌকা প্রতীকের সম্ভাব্য এমপি প্রার্থী আজিজার রহমান বিএসসি। ওই প্রার্থী পেশায় একজন স্কুল শিক্ষক। সাদুল্যাপুর উপজেলার নির্ভূত পল্লী গ্রামে আজিারের বাড়ি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসন থেকে নৌকা প্রতীকে সম্ভাব্য এমপি প্রার্থী তিনি। আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারী যান বাহন না থাকলেও, আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনী প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন সকালে গোসল কারার সুযোগ না পেলেও, অন্তত খাওয়া সেড়ে নেন। এরপর গায়ে কোর্ট, গলায় টাই আর গামছা পেছিয়ে হ্যান্ডমাইক গলায় বেধে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে জণসংযোগের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন আজিজার রহমান। এ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে এ পর্যন্ত সহ¯্রাধিক পথসভা করেছেন বলে জানান তিনি। এছাড়াও তার নির্বাচনী ইস্তেহার মূলক লিফলেট বিতরণও চলমান রয়েছে। সেই সাথে নির্বাচনী এলাকার প্রতিটি রুটে ব্যানার-ফেসটুন ও পোষ্টার লাগিয়ে সাঁজিয়ে রেখেছেন মাঠঘাট। সম্ভাব্য এই এমপি প্রার্থী আজিজার রহমানের নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য কোন কর্মীবাহীনি না থাকায় নিজ হাতেই ব্যানার-ফেসটুন ও পোষ্টার লাগানোসহ একাকী পথসভা ও সাধারণ ভোটাদের সঙ্গে যোগাযোগ অব্যহত রেখেছেন। এভাবে প্রতিদিন বাইসাইকেল আর হ্যান্ডমাইক গলায় বেধে জনসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন আজিজার রহমান। ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এই প্রার্থী আজিজার রহমান বিএসসি সাদুল্যাপুর উপজেলার দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে। আওয়ামী লীগের দলীয় পরিচিতি হিসেবে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। সম্ভাব্য এমপি প্রার্থী আজিজার রহমান বলেন, আমি প্রায় দুইবছর আগে ঘুমের মাঝে স্বপ্ন দেখি যে, জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছি। সেই স্বপ্ন পুরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসন থেকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। এ লক্ষ্যে প্রায় দুই বছর ধরে মাঠে-ময়দানে গণসংযোগ সহ মনোনয়ন পেতে দলীয় হাইকমান্ডে যোগাযোগ অব্যহত রেখেছি। আমি মনোনয়ন পাব বলে আশাবাদি। তিনি আরও বলেন, সম্প্রতি সাধারণ ভোটারের মাঝে ব্যাপক সাড়া উঠেছে। বর্তমানে আমাকে সবাই আজিজার এমপি বলে ডাকেন এবং চেনেন। এবারে এমপি নির্বাচিত হবো ইনশাল্লাহ।

মন্তব্য করুন


 

Link copied