আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

নীলফামারীতে পাঁচ হাজার খুদে শিক্ষার্থীদের সঞ্চয় আড়াই কোটি টাকা

মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮, রাত ০৮:১১

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফরিপোর্টার নীলফামারী ৩০ অক্টোবর॥ পাঁচ হাজার খুদে শিক্ষার্থী নীলফামারীতে স্কুল ব্যাংকিং সেবার আওতায় এসেছে। তাদের সঞ্চয়ের পরিমাণ দুই কোটি ৫০ লাখ টাকা। আজ মঙ্গলবার সকালে ১০টায় অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ও আর্থিক শিক্ষা মেলা/২০১৮ এর আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। এই আলোচনায় নেতৃত্বে ছিল জনতা ব্যাংক লিমিটেড। জেলার প্রায় সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত স্কুল ব্যাংকিং আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার ব্যবস্থাপক জিয়াউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাহিনুর আলশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমীন, জনতা ব্যাংকের রংপুর এরিয়া অফিসের উপ মহাব্যবস্থাপক মিজানুর রহমান সরকার, পূবালী ব্যাংক লিমিটেড রংপুর জোনের উপ-মহাব্যবস্থাপক কামরুজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী জোনাল কার্যালয়ের উপ ব্যবস্থাপক আমিনুল হক, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সৌমিক দাস স্বচ্ছ। আলোচনা সভায় এ জেলার ১৩টি ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন বিদ্যালয়ের স্কুল ব্যাংকিং হিসাবধারী শিার্থী ও একজন করে শিক অংশগ্রহণ করেন। আলোচনায় স্কুল ব্যাংকিং সেবা দেয়া ব্যাংক গুলো তাদের কার্যক্রম তুলে ধরে। জনতা ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা ব্যবস্থাপক মো. জিয়াউর রহমান জানান, স্কুল পড়–য়া শিক্ষার্থীদের মিতব্যয়ী হিসেবে গড়ে তুলতে এবং অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি ও সঞ্চয় করার মনোভাব গুড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার ২০১০ সাল থেকে সারাদেশে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সারাদেশের ৪০টি ব্যাংকে স্কুল ব্যাংকিং এর মা শিক্ষার্থীরা ১৩শ ৬৯ কোটি টাকা সঞ্চয় করেছেন । তিনি জানান, ২০১০ সাল থেকে জনতা ব্যাংকের তত্বাবধায়নে নীলফামারী জেলায় ১৩টি ব্যাংকে স্কুল ব্যাংকিং কার্যক্রম চলছে। জেলার ১৩টি ব্যাংকে পাঁচ হাজার শিক্ষার্থী সঞ্চয়ী হিসাব পরিচালনা করছেন। তাদের সঞ্চয়ী হিসাবে মোট আড়াই কোটি টাকা সঞ্চয় জমা হয়েছে। যারা এখনও এই কার্যক্রমে সাথে সম্পৃক্ত হতে পারেনি তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে এই আর্থিক মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে তাদের উদ্বুর্ধ করা হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied