আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন সম্পন্ন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা      

 width=
 

নীলফামারীতে রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে যুবদের সংলাপ

সোমবার, ৫ নভেম্বর ২০১৮, বিকাল ০৭:০৩

বিশেষ প্রতিনিধি ৫ নভেম্বর॥ নীলফামারীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে যুবদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুবদের চাহিদা নির্বাচনী ইসতেহারে সম্পৃক্ত করার দাবিতে সোমবার দুপুরে ওই সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা শহরের ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন চিলাহাটি সান মুন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আসাদুল হক প্রামানিক। এসময় মূল ধারণাপত্র উপস্থাপন করেন যুব প্রতিনিধি ইমরানা আক্তার ও সিরাজুল ইসলাম। বক্তৃতা দেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোকারাম রায়, সাংবাদিক তাহমিন হক, মিল্লাদুর রহমান, ভুবন রায় নিখিল, শীষ রহমান, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. নূরজ্জামান, সিপিবির সদর উপজেলা সভাপতি উদাস রায়, সাম্যবাদি দলের সদস্য মো. শহর উদ্দিন, যুব নেতা মোকাদ্দেছ হোসেন প্রমুখ। একশন এইড বাংলাদেশের সহযোহিতায় সংলাপটির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা। সংলাপে নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সংসদ আফতাব উদ্দিন সরকার ও নীলফামারী ৩ (জলঢাকা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার উপস্থিত থাকার কথা ছিল। সংলাপের দিন তারা ব্যস্ততার কথা জানিয়ে দুইজনেই আর উপস্থিত হতে পারেননি। দুই এমপির আসতে না পারার কথা জানতে পেরে সংলাপে অংশ নেয়া ডোমার ও জলঢাকা উপজেলার যুব পুরুষ ও যুবনারীরা হতাশ হয়ে পড়ে। তারা মন্তব্য করে বলে বর্তমান সরকারের দুই এমপি সংলাপে অংশ নিলে আমরা তাদের সঙ্গে খোলা মেলা অনেক কথাই বলতে পারতাম। কিন্তু সেটি আর হলো না। তাদের উপস্থিতি আমাদের এই সংলাপ অনুষ্ঠানটিকে আরো বেশী প্রাণবন্ত করতো। যুব পুরুষ ও যুবনারীরা জানায় নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলা এলাকায় তারা নানামুখি সমস্যায় রয়েছে। তাদের সমস্যা সমুহ সমাধানে অনেক ধরনের চাহিদা অনুভব করছে। কি ভাবে তারা তাদের চাহিদা রাষ্ট্রীয় পর্যায়ে উপস্থাপন করতে পারে এই প্রক্রিয়ার অংশ বিশেষে এই সংলাপের আয়োজন করা হয়। জেলার শতাধিক যুব নারী-পুরুষের অংশগ্রহনে অনুষ্ঠিত সংলাপে তুলে ধরা হয়, যুব নারী পুরুষদের নানামুখি সমস্যা। এসব সমস্যা সমাধানে অনেক ধরণের চাহিদা অনুভবের কথা তুলে ধরে তারা। তাদের সেসব চাহিদা খুব সহজে পুরণ করতে পারে রাজনৈতিক সদিচ্ছা বলে উল্লেখ করা হয় এসময়। তাই নির্বাচনী ইসতেহারে এসব চাহিদা সংযুক্তের দাবি জানানো হয়।

মন্তব্য করুন


 

Link copied