আর্কাইভ  রবিবার ● ১৯ মে ২০২৪ ● ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
আর্কাইভ   রবিবার ● ১৯ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে উত্তরবঙ্গ জাদুঘর পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী       সৈয়দপুরে আচরণবিধি লঙ্ঘনে ৪০ হাজার টাকা জরিমানা টাকা দিতে অস্বীকার, জেলহাজতে চেয়ারম্যান প্রার্থী       নীলফামারীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ       চার বিভাগে হিট অ্যালার্ট জারি       জীবন্ত ঘোড়া দিয়ে প্রচারণায় সৈয়দপুরে চেয়ারম্যান প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা      

 width=
 

নিরাপদ সড়ক নিশ্চিতে জেলা পুলিশের সচেতনামূলক পথসভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮, বিকাল ০৭:৪২

স্টাফ রিপোর্টার: রংপুরের তারাগঞ্জে নিরাপদ সড়ক নিশ্চিতে ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে তারাগঞ্জ বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিন্নাত আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (‘এ’ সার্কেল) সাইফুর রহমান সাইফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব, তারাগঞ্জ বাজার কমিটির সভাপতি আফান, বিশিষ্ট ব্যবসায়ী অপু প্রমুখ। সভাশেষে উপজেলার প্রতিটি স্থানে সচেতনতামূল মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। পরে হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৪০টি মোটরসাইকেল আটক ও বৈধ কাগজপত্র না থাকায় ৬০টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (‘এ’ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, পুলিশ সুপার মহাদয়ের নির্দেশে রংপুর জেলায় মাসব্যাপী নিরাপদ সড়ক তথা ‘নো হেলমেট নো পেট্রোল’ কর্মসূচির আন্দোলন চলবে।

মন্তব্য করুন


 

Link copied