Templates by BIGtheme NET
আজ- বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ :: ৭ চৈত্র ১৪২৫ :: সময়- ৫ : ৩৯ অপরাহ্ন
Home / ক্যাম্পাস / দীপাবলির আলোয় উদ্ভাসিত রোকেয়া বিশ্ববিদ্যালয়

দীপাবলির আলোয় উদ্ভাসিত রোকেয়া বিশ্ববিদ্যালয়

আজমিরা আজমি: ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই নীতিকে সামনে রেখে সাম্প্রদায়িক ভেদাভেদ ঘুচিয়ে প্রতিবারের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সনাতন বিদ্যার্থী সংসদ।
মঙ্গল্বার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও আলোর মিছিলের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।
শিউলি ফোটা হেমন্তের ঘনঘোর অমাবস্যায় অন্ধকার বিনাশের প্রত্যাশায় তখন সাড়ে তিন হাজার প্রদীপের আলোতে উদ্ভাসিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। উৎসবটি হিন্দু ধর্মাবলম্বীদের হলেও সব ধর্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে যেন সার্বজনীন উৎসবে রূপ নেয়।প্রদীপ জ্বালিয়ে, ফানুস উড়িয়ে, আতশবাজি ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে জাঁকজমকভাবে উৎসবটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদ এর ডিন অধ্যাপক ড পরিমল চন্দ্র বর্মন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড বিজন মোহন চাকী ও অন্যান্য শিক্ষক/শিক্ষিকাগন। ধর্মীয় সংগঠনটির সভাপতি প্রবীর চন্দ্র সিংহ আমন্ত্রিত অতথিদের মাধ্যমে মাননীয় উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি মন্দিরের দাবী জানায়

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful