আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

লালমনিরহাটে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ২

মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮, বিকাল ০৫:৫২

নিয়াজ আহমেদ সিপন,লালমনিরহাট: ক্রয় করা জমি দখলে নিতে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সংঘর্ষে ৩জন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(১৩ নভেম্বর) দুপুর আড়াই টার দিতে আদিতমারী থানায় মামলাটি দায়ের করেন নিহত জলিলের ছেলে জাহাঙ্গীর আলম।  এর আগে সকাল সাড়ে ৭ টার দিতে উপজেলার সারপুকুর ইউনয়নের তালুক হরিদাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে খবির উদ্দিন মাষ্টার(৪৬) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইংরেজ আলী ওরফে ইংরেজ ভাটিয়া(৪৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জলিল মিয়া গত বছর তালুক হরিদাস গ্রামে ২৭ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমি পাশ্ববর্তি টিপের বাজার এলাকার খালেক মুন্সির দখলে ছিল। তারা চাষাবাদ করলেও জলিলকে ভোগ দখলে দেয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে শ্যালিস বৈঠক হলে চলতি আমন মৌসুমে আমন ধান উত্তোলনের পর জলিলকে ভোগ দখলে দেয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী গত সোমবার(১২ নভেম্বর) ধান কেটে নিয়ে যায় খালেক মুন্সি। এরপর রাতেই ওই জমিতে ঘর উঠান জলিল মিয়া। মঙ্গলবার(১৩ নভেম্বর) সকালে ওই বাড়ি দেখতে যান জলিল মিয়া। এ সময় ওৎপেঁতে থাকা খালেক মুন্সির লোকজন জলিলের উপর অতর্কিত হামলা চালায়। এসময় নিহত হন, উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে জলিল মিয়া(৫৫), তার মামা সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের কছুর উদ্দিনের ছেলে সহিদার রহমান(৫৫) ও তার মামাত ভাই গফুর উদ্দিনের ছেলে গোলাম রব্বানী(৪৫)। এ ঘটনায় আশংকা জনক অবস্থায়ত্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন নিহত জলিলের ছেলে জাহেদুল ইসলাম(২০)। এ ঘটনায় নিহত জলিল মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম বাদি হয়ে আদিতমারী থানায় ৭ জনের নামসহ আরো অজ্ঞাতনামা ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আটকৃতদের এ মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুদ রানা জানান, আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকীদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন


 

Link copied