আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা       হিলিতে কেজিতে ২০ টাকা কমল পেঁয়াজের দাম       ‘অবন্তিকা’ই যেন শেষ হয়... প্লিজ       রংপুরে দিনে গরম রাতে শীত, ভাইরাসজনিত জ্বর-সার্দির প্রকোপ বৃদ্ধি      

 width=
 

কিশোরীগঞ্জে অতিরিক্ত ফি আদায়ের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল

মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮, রাত ০৯:৩৯

কিশোরীগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি ১৩ নভেম্বর॥ নির্বাচনী পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে নীলফামারীর কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কলেজের ছাত্র-ছাত্রীরা। আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ মাঠ থেকে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করে। লিখিত অভিযোগ ও সরকারী কলেজ সুত্রে জানা গেছে, সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আজ মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা। সে অনুযায়ী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহন করতে আসলে কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ৩শ টাকা, সেসন ফি বাবদ ৫শ টাকা এবং বেতন বাবদ মাসিক ১শ টাকা হারে মোট বারো মাসের জন্য ১২শ টাকা করে দাবি করে। ছাত্রছাত্রীরা সরকারী নীতিমালা অনুযায়ী বেতন সহ অন্যন্য ফি দিতে চাইলে অধ্যক্ষ আব্দুর রউফ তা মানতে অস্বীকৃতি জানায়। এইচএসসি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের পরীক্ষার্থী মরিয়ম আক্তার রোল (১২৮) ফারিয়া হাসান রাহী রোল (১৭৩) বিঞ্জান বিভাগের পরীক্ষার্থী শাকিলা আক্তার সাথী রোল (৬৪) ব্যাবসায় বাণিজ্য শাখার পরীক্ষার্থী মনিরুজ্জামান রোল (১৪) তারা সকলেই বলেন, কলেজ অধ্যক্ষ আব্দুর রউফ সরকারী নীতিমালা উপেক্ষা করে পরীক্ষার্থীদের কাছ থেকে অন্যায় মুলক ভাবে বাড়তি ফি আদায় করছে । আমরা বাড়তি ফি দিয়ে পরীক্ষা দিতে পারবনা জানালে তিনি বলেন তোমাদের যা করার আছে কর। তাছাড়া তিনি সরকারী উপবৃত্তি দেওয়ার সময় গরীব মেধাবীদের উপেক্ষিত করে বড়লোক বাবা মায়ের সন্তানদের উপবৃত্তি করে দিয়েছেন। কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ বলেন, গত ৮ আগস্ট ২০১৮ সালে কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজকে সরকারী করন করা হয়। সরকারী নীতিমালা অনুযায়ী তাদের ফি ধরা হয়েছে। নীতিমালা বুঝতে একটি সময় লাগছে যদি ফি বেশি নেয়া হয়ে থাকে তাহলে সেই টাকা ফরম পুরনের সময় ফেরৎ দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে অধ্যক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন


 

Link copied