আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কমলো সোনার দাম       রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন      

 width=
 

নীলফামারীতে ৪র্থ খোকনদা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান গোড়গ্রাম

মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮, রাত ১০:১২

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফ রিপোর্টার নীলফামারী ১৩ নভেম্বর॥ নীলফামারীতে শুরু হওয়া চতুর্থ খোকনদা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০১৮ এর আসরের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। আজ মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম’এ অনুষ্ঠিত ফাইলাম খেলায় ২-০ গোলে কচুকাটা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেন চ্যাম্পিয়ন হওয়ার গৌড়ব অর্জন করে গোড়গ্রাম । খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। এসময় সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের শিক্ষক সুনীল রতন ব্যানার্জী খোকন দার নামে আমরা এই টুর্নামেণ্টের আয়োজন করে আসছি, এই আয়োজন আমাদের খেলার অঙ্গনে গুরুত্বপূর্ণ একটি প্রতিযোগিতায় পরিনত হয়েছে। এ ক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা চাই সকলের অংশগ্রহনের মাধ্যমে এই আয়োজন আরও সমৃদ্ধ ও জনপ্রিয়তা লাভ করুক। এর মাধ্যমে আমাদের নতুন নতুন খেলোয়ার তৈরী হোক, এটাই আমাদের লক্ষ্য। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিার সঙ্গে সঙ্গে খেলাধুলার উপর শিক্ষার্থীদের গুরুত্ব দিতে বলেছেন। খেলাধুলার সঙ্গে আমাদের শিশু-তরুণরা যত বেশি স¤পৃক্ত হবে তারা-তত শারিরীকভাবে সুস্থ থাকবে, মানসিকভাবে তারা দৃঢ়চেতা হবে, মনোবল বৃদ্ধি পাবে, দেশ ও জাতির এবং পরিবারের জন্য গৌরব বয়ে আনবে। দুটি দলেই নাইজেরিয়া তারকা ফুটবলারগন অংশ নেয়। পুরো স্টেডিয়াম জুড়ে প্রায় ১৫ হাজার দর্শক এ খেলা উপভোগ করে। গোড়গ্রাম ইউনিয়ন ফুটবল দলের পক্ষে খেলার দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন, ১১ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান এমেকা জুনিয়র ও ৪ নম্বর জার্সি পরিহিত নোলক। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শাহিনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, ভারতের কলকাতা থেকে আসা খোকনদার ছাত্র ও খেলোয়ার ভবেশ কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, উত্তরা ইপিজেডের এভারগ্রীণ প্রোডাকস্ ফ্যাক্টরী বিডি লিমিটেডের ব্যবস্থাপক সুব্রত সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। উল্লেখ যে, গত ২৬ অক্টোবর হতে জেলা সদরের ১৫টি ইউনিয়নের ফুটবল দল নিয়ে এই খেলার আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেছিল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। প্রকাশ থাকে যে ২০১৪ সালের ৭ নবেম্বর প্রথম দফায় নীলফামারী বড় মাঠে খোকনদা আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। এরপর ২০১৭ সালের ১৯ জানুয়ারী উক্ত টুর্নামেন্ট ২য় ও ২০১৭ সালের ১ নভেম্বর ৩য় দফায় শুরু হয়। আয়োজনকরা জানায়, নীলফামারীর এককালের শিক্ষা গুরু ছিলেন বাবু সূনীল রতন ব্যানার্জী ওরফে খোকন দা। তার কৈশোর-যৌবন এবং জীবনের মাহেন্দ্রন নীলফামারীর ক্রীড়াঙ্গন জুড়েই কেটেছিল। নীলফামারী হাই স্কুলের একজন সাধারন সহকারী শিক্ষক হয়েও তিনি কাঁধে তুলে নিয়েছিলেন নীলফামারীর শিক্ষা,সংস্কৃতি এবং ক্রীড়ার এক অতুলনীয় আদর্শ। নীলফামারীর সেই খোকদার জন্য আজ স্বর্ণময় অতীত। সে অতীত খন্ড খন্ড স্বর্ণের ফোর দিয়ে সুবর্ণ নকশী কাঁথা হয়ে উঠেছিল। আজ প্রয়াত সেই খোকনদার পরশে তৎকালিন পূর্ব পাকিস্তান আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগী ১৯৫০ নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছিল। তারই সুবাধে নীলফামারী হাই স্কুল মহকুমা, জেলা ও বিভাগ ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছিল। খোকনদা ছিলেন চিরকুমার। শেষ জীবনে খোকনদা তার পৈত্রিক ভিটা হিসাবে ভারতের জলপাইগুড়ি ফিরে যান। সেখানে তিনি বার্ধক্যজনিত রোগে মৃত্যু বরন করেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ মুক্ত যুব সমাজ গঠনে মেতে উঠি ফুটবল উৎসবে এই শ্লোগানে খোকদার নামে এই ফুটবল টুর্নামেন্টের প্রধান উদ্যোগতা নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির। তার উদ্যোগে ২০১৪ সালের ৭ নবেম্বর হতে খোকনদা আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়। যার ধারাবাহিকতায় প্রতি বছর এই খেলা অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied