আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: লালমনিরহাটে মোবাইল ফোনে কথা বলছিল, হঠাৎ পিছন থেকে ট্রেনের ধাক্কায় কাটা পড়লেন যুবক       ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে ছাত্রের মরদেহ উদ্ধার       ছুটি বাড়ল সব শিক্ষাপ্রতিষ্ঠানে       ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা      

 width=
 

সরকারের টোল ফ্রি ১০৯ নম্বরে কল সৈয়দপুরে বন্ধ হলো বাল্য বিয়ে

শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮, রাত ১০:০৪

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফ রিপোর্টার নীলফামারী ১৬ নভেম্বর॥ সরকারের টোল ফ্রি ১০৯ নম্বরে ফোন করে তথ্য দেওয়ায় নীলফামারীর সৈয়দপুর পৌরসভা এলাকার পশ্চিম পাটোয়ারীপাড়ায় একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সেই সঙ্গে বর পক্ষের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেওয়ার মুচলেকা দেন মেয়ের পরিবার। জানা যায় ওই মহল্লার জাহিদুল ইসলামের নাবালিকা মেয়ের বিয়ের বয়স না হলেও তাঁর বিয়ে ঠিক করে পরিবার। বর পাশের জেলা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের ফেরাজুল হকের ছেলে আলামিন ইসলাম (২৪)। বৃহস্পতিবার রাতে ছিল ওই বিয়ের দিনক্ষণ। বাড়ির প্রধান ফটকে তৈরি করা হয় সুসজ্জিত তোরণ। আলোকসজ্জা করা হয় গোটা বাড়িজুড়ে। সন্ধ্যার পর থেকে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন শুরু হয়। রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে একটি মিনিবাস ও দুইটি মাইক্রোবাস নিয়ে বরপ আসে কনের বাড়িতে। বর গাড়ি থেকে নেমে কনের বাড়ির উঠোনে স্থাপিত বিয়ের আসরে বসে পড়ে। আর অল্প সময়ের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে। নাবালিকা একটি মেয়ের বিয়ে হচ্ছে দেখতে পেয়ে জনৈক একজন তাঁর পরিচয় গোপন রেখে বাল্যবিয়ের খবরটি জানান সরকারের টোল ফ্রি ১০৯ নম্বরে। এর কিছুক্ষন পরেই বাল্য বিয়ের আসরে পুলিশ সহ হাজির হন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক পরিমল কুমার সরকার। প্রথমে তিনি জানতে চান মেয়ের বয়স কত ? কনে পক্ষ মেয়ের বয়স ১৮ বছর দাবি করে। পরে তাঁর জন্ম নিবন্ধনে বয়স পাওয়া যায় ১৫। অবস্থা বেগতিক দেখে কনের অভিভাবকরা ক্ষমা চেয়ে এমন ভুল করবেনা বলে মুচলেকা লিখে দেয়। ফলে ওই বাল্য বিয়ে বন্ধ হয়ে যায়। একই সঙ্গে নাবালিকা মেয়েকে বিয়ে করতে আসার অপরাধে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর আলামিন ইসলামের ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার রায় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাল্য বিবাহ নিরোধ আইন - ২০১৭ এর ৭(১) ধারায় বরের ওই জরিমানা আদায় করা হয়েছে।

মন্তব্য করুন


 

Link copied