আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

রংপুর মেডিকেলে সেবার মানোন্নয়নে মতবিনিময়

রবিবার, ১৮ নভেম্বর ২০১৮, রাত ০৯:০৩

[caption id="attachment_174150" align="aligncenter" width="622"] ??[/caption] রণজিৎ দাসঃ সেবার মানোন্নয়নে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতান আহমেদ-এর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: আলমগীর কবির এর সঞ্চালনায় হাসপাতালের সেবায় সুশাসন ও মানোন্নয়নে বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা এবং করণীয় বিষয়ক আলোচনা হয়। সভায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ ও সনাক-টিআইবি’র সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডকে নির্বাচিত করে উক্ত ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে সার্বিকভাবে নাগরিক সচেতনতা বৃদ্ধি, অনিয়ম দূরীকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, অতিরিক্ত লোকের চাপ হ্রাসকরণে একসাথে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে সনাক-এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের তরুণ সেচ্ছাসেবী সদস্যদের মাধ্যমে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায় হাসপাতালের মেডিসিন (মহিলা) ওয়ার্ডে আগামী ডিসেম্বর মাস থেকে নিয়মিতভাবে এ কার্যক্রম শুরু করা হবে। এর আগে সভায় সনাক-টিআইবি’র পক্ষ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধির অংশ হিসেবে ওয়ার্ডে ডাক্তার ও নার্সদের ডিউটি রোস্টার হালনাগাদ ও প্রদর্শিত রাখা, অভিযোগ ও নিষ্পত্তি এবং তথ্য আবেদন ও তা সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে রেজিস্টার মেইনটেইন করা, প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট হালনাগাদ করা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রæত উদ্যোগ গ্রহণে একমত পোষণ করেন। এ সময় কর্তৃপক্ষ উল্লেখ করেন যে, সেবার মানোন্নয়ন ও সেবাদানে সুশাসন বৃদ্ধির লক্ষ্যে নানামুখী প্রচেষ্টা অব্যাহত রেখেছে এর ফলে কিছুটা ইতিবাচক পরিবর্তন হচ্ছে যা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবু সাঈদ মো: রফিকুজ্জামান উল্লেখ করেন যে, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে যেমন বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট মহল ও প্রভাবশালী গোষ্ঠী যারা যখন হাসপাতাল কর্তৃপক্ষ এ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে যায় এ ধরণের মহল বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যা হাসপাতালের সেবাদানের মানন্নোয়নে একটি বড় বাধা। এক্ষেত্রে তিনি নাগরিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের অনিয়মের প্রতিবাদে সোচ্চার হয়ে যেকোনো অনিয়মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানোর প্রতি আহŸবান জানান। সনাক-এর পক্ষ থেকে সনাক সভাপতি মোশফেকা রাজ্জাক ও সনাক সদস্য সামসাদ বেগম কর্তৃপক্ষের স্বদিচ্ছার কথা উল্লেখ করো ধীরে ধীরে সার্বিক উন্নয়ের ইতোমধ্যে গৃহীত নানা উদ্যোগের প্রশংসা করে এ প্রচেষ্টা চলমান রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতান আহমেদ আগামীতে সেবার মানোন্নয়নে সকলে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ, টিআইবি’র কর্মকর্তা এবং সনাক-এর ইয়েস গ্রæপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied