আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রংপুর অঞ্চলে আয়কর মেলায় আদায় হয়েছে পৌনে ২৪ কোটি টাকা

মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮, দুপুর ১২:৪৪

স্টাফ রিপোর্টার ॥ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে আয়কর মেলা। মেলার সাত দিনে রংপুর কর অঞ্চলের সাত জেলা থেকে আদায় হয়েছে ২৩ কোটি ৮৭ লক্ষ ৫৫ হাজার ৮শ’৪৯ টাকা। এর মধ্যে শুধুমাত্র রংপুর জেলায় আদায় হয়েছে ২০ কোটি ৫৫ লক্ষ ৫৭ হাজার ১শ’ ৫৭ টাকা। এছাড়া, ৭ দিনের এ মেলায় দিনাজপুরে ১ কোটি ২০ লক্ষ ৯৪ হাজার ৫শ’ ৩৬ টাকা, ঠাকুরগাঁওয়ে ৩৬ লক্ষ ১০ হাজার ১৫ টাকা, পঞ্চগড়ে ১৫ লক্ষ ৩৬ হাজার ৮শ’ ২৩ টাকা, নীলফামারীতে ২২ লক্ষ ৮৬ হাজার ৫শ’৫০ টাকা, লালমনিরহাটে ২৪ লক্ষ ৩ হাজার ৬শ’ ৯৬ টাকা, কুড়িগ্রামে ২৯ লক্ষ ৫৫ হাজার ১শ’ ৪৯ টাকা, বদরগঞ্জে ৩ লক্ষ ৪৩ হাজার ৭০ টাকা, ফুলবাড়ীতে ৩লক্ষ ১৭ হাজার ৬শ’ ৮৫ টাকা, বোচাগঞ্জে ১৫ লক্ষ ৫২ হাজার ২শ’ ৩০ টাকা, সৈয়দপুরে ২৪ লক্ষ ৮৮ হাজার ২শ’ ৭৩ টাকা, পীরগঞ্জে ১৮ লক্ষ ৩২ হাজার ২শ’ ৪১ টাকা এবং মিঠাপুকুরে ১৭ লক্ষ ৭৮ হাজার ৪শ’ ২৪ টাকা আয়কর আদায় হয়েছে। ৭ দিনের এ মেলায় রংপুর কর অঞ্চলে মোট ৫৭ হাজার ৮শ’ ৮৩ জন করদাতা সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে রিটার্ন জমা পড়েছে ১৯ হাজার ২শ’ ৩২ টি। নতুন করে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার খোলা হয়েছে ১ হাজার ৪৯ টি। কর কমিশন সূত্রে জানা যায়, অতীতের সকল রেকর্ড ভেঙ্গে চলতি অর্থ বছরে রংপুর অঞ্চলে সর্বোচ্চ কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর কমিশন। সে হিসেবে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থবছরে দেড়’শ কোটি টাকার বেশি কর আদায় হবে। আর, করের পরিমানের সাথে সাথে করদাতার সংখ্যাও রেকর্ড ছাড়িয়েছে। গত বছরের তুলনায় এবছর করদাতার সংখ্যা বেড়েছে প্রায় ২০ হাজার। জানা যায়, রংপুর বিভাগের গাইবান্ধা জেলা ছাড়া বাকি সাত জেলার সমন্বয়ে গঠিত রংপুর কর অঞ্চল। এ অঞ্চলে গত অর্থ বছর কর প্রদান করেছেন ৮৫ হাজার করদাতা। আদায় হয়েছে ৫শ’ ৯৪ কোটি টাকা। একবছরের ব্যবধানে এবছর এ অঞ্চল থেকে লক্ষাধিক করদাতার কাছ থেকে ৭শ’৫২ কোটি ৯৭ লক্ষ টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সংশ্লিষ্ট বিভাগ। আর, গত অর্থবছর ৭ দিনের কর মেলায় রংপুর অঞ্চলে আদায় হয়েছিল প্রায় ২৩ কোটি টাকা। আর এবছর মেলায় আদায় হয়েছে পৌনে ২৪ কোটি টাকা। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কর কমিশনার (সদর দপ্তর, প্রশাসন) মনসুর আলী বলেন, বিগত যেকোন সময়ের চেয়ে চলতি অর্থবছরে রংপুর অঞ্চলে সর্বাধিক করদাতার কাছ থেকে সর্বোচ্চ কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছি তা পূরণ হবে। আর, এ লক্ষ্যেই ৭ দিনের কর মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় উৎসাহ-উদ্দীপনার সাথে সেবা গ্রহণ করেছেন করদাতারা। গত বছরের তুলনায় এবছর অধিক করদাতা মেলায় সেবাগ্রহণ করেছেন এবং আয়কর প্রদান করেছেন। এবারের আয়কর মেলা সফল হয়েছে। কর প্রদানে অনাগ্রহীদের বিষয়ে তিনি বলেন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারধারীদের কর দিতেই হবে। এর মধ্যে যারা কর দেবে না তাদেরকে নোটিশ করা হবে। এতে, যথাযথ কারণ থাকলে তাদের কর মওকুফ করা হবে। আর, যথাযথ কারণ না থাকলে জরিমানা করা হবে।

মন্তব্য করুন


 

Link copied