Templates by BIGtheme NET
আজ- রবিবার, ১ নভেম্বর, ২০২০ :: ১৭ কার্তিক ১৪২৭ :: সময়- ৭ : ৫৫ পুর্বাহ্ন
Home / নীলফামারী / সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ

সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ

2.Photo Nilphamari 09.11.2013ইনজামাম-উল-হকনির্ণয়, নীলফামারী ৯ নভেম্বর ॥ পাবনার সাথিয়া উপজেলার বনগ্রামে ও লালমনিরহাট সদরের দাওয়াইটারী মাঝিপাড়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, ঘরবাড়ি, দোকান ও পূজা মন্ডব ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনাকারিতে গ্রেফতার ও বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সামবেশ হয়েছে। পূঁজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার যৌথ আয়োজনে সকাল ১১ টায় শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এক ঘন্টা মানববন্ধন কর্মসুচী চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন এ্যাডঃ অক্ষয় কুমার রায়, এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপী, খোকারাম রায়,সান্তনা চক্রবর্তী, তপন কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র রায়, শাহিদ মাহমুদ, স্বপন, বিধু ভ’ষন রায় প্রমুখ।

জলঢাকায় হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন

রনজিত রায়, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
JALDHAKA PICTUREনীলফামারীর জলঢাকায় সম্প্রতি পাবনা সাথিয়া ও লালমনিরহাট পাটগ্রামে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির, বাড়ীতে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলার হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।

এ উপলক্ষ্যে শনিবার বিকাল ৫টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির হতে একটি বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্টে এক ঘন্টার মানববন্ধনে অংশ নেয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংখ্যালঘু সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ শ্লোগানে প্রকম্পিত হয় পৌর শহর।

মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন অনিল কুমার রায়, সম্পাদক পূজা উদযাপন পরিষদ,নিখিল কুমার রায়, অধ্যাপক বিবেকানন্দ মহন্ত, সভাপতি ওয়াল্ড হিন্দু ফেডারেশন জলঢাকা, নির্মলেন্দু রায়, আহবায়ক হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ, পাস্টর মাইকেল মোশারফ হোসেন, সভাপতি, খ্রিস্টান ঐক্য পরিষদ, জলঢাকা, হরিপদ রায়, সম্পাদক হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ, রংপুর বিভাগ, বাবু মৃত্যুঞ্জয় রায়, সাংগঠনিক সম্পাদক উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, মানববন্ধনে সংহতি প্রকাশ করেন জলঢাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক এ.কে আজাদ, আহবায়ক জাতীয় শ্রমিক লীগ জসির উদ্দিন প্রমূখ।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful