আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

ঠাকুরগাওয়ে নৌকা প্রতীক নিয়ে সরাসরি এমপি হতে চায় নারী নেত্রীরা

বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮, দুপুর ০২:২১

ঠাকুরগাঁও প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর তালিকায় রয়েছে তিন শতাধিক নারী প্রার্থীর নাম। দলের মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এলেও এখনও দলীয় প্রার্থিতার বিষয়ে আশা ছাড়ছেন না অনেকে। কেউ কেউ অবশ্য এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়ে মাঠেও নেমে পড়েছেন। এ ক্ষেত্রে নতুনদের উৎসাহই বেশি দেখা যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে জাতীয় সংসদ নির্বাচনে কখনও কোনও মহিলা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেননি। কিন্তু এবার সেই ইতিহাস ভাঙতে চান নারী নেত্রীরা। ঠাকুরগাঁওয়ে চলতি সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানও নারী নেত্রীরা সরাসরি নির্বাচন করার প্রত্যাশা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন প্রায় হাফ ডজন। এদেও মধ্যে ঠাকুরগাওয়ের ৪ জন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবার জেলার তিনটি নির্বাচনী আসনে নৌকা প্রতীকে নির্বাচন করে এমপি হতে চায়। যারা এক সময় ঠাকুরগাওয়ের চার উপজেলায় ভাইস চেয়ারম্যান ছিলেন তাঁরা হলো- ঠাকুরগাও সদরের তাহমিনা আক্তার মোল্লা,বালিয়াডাঙ্গী উপজেলার সুরাইয়া জেসমিন বিউটি, হরিপুরের সাবিনা ইয়ামিন রিপা, রানীশংকৈলের সেলিনা জাহান লিটা। এদের মধ্যে পারিবারিক রাজনৈতিক গভীরতার কারণে ঠাকুরগাও পঞ্চগড় সংরক্ষিত আসনে সেলিনা জাহান লিটা এমপির দায়িত্ব পান।তিনি সাবেক এমপি আলী আকবরের মেয়ে। এদের মধ্যে ঠাকুরগাও -১ আসনে তাহমিনা আক্তার মোল্লা, ঠাকুরগাও -২ আসনে বালিয়াডাঙ্গীর সুরাইয়া জেসমিন বিউটি, হরিপুরের সাবিনা ইয়াসমিন রিপা ও ঠাকুরগাও-৩ আসনের সেলিনা জাহান লিটা এমপি। তাঁরা সকলেই একই সময়ে ঠাকুরগাওয়ের চারটি উপজেলার উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। এদের মধ্যে তাহমিনা আক্তার মোল্লা পরবর্তিতে ঠাকুরগাও পৌরসভার মেয়রের নির্বাচন করেন। মেয়র নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমিনের নিকট হেরে যান। এবার তিনি ঠাকুরগাও-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করতে চান। সুরাইয়া জেসমিন বিউটি বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।ব র্তমানে তিনি ঠাকুরগাও জেলা পরিষদের সদস্য। তিনি এবার ঠাকুরগাও -২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে চায়। অন্যদিকে একিই আসনে নৌকার টিকিট পেতে চেষ্টা করছে হরিপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন রিপা। তিনিও বর্তমানে ঠাকুরগাও জেলা পরিষদের সদস্য। ঠাকুরগাও -৩ আসনের নৌকা প্রতীকে এমপি হতে জোড়ে সোড়ে মাঠে নেমেছেন সাবেক এমপি আলী আকবরের মেয়ে বর্তমান এমপি সেলিনা জাহান লিটা।তিনিও রানীশংকৈল উপজেলায় দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। সর্বপরি একই সময়ের চারজন মহিলা ভাইস চেয়ারম্যান এবার নৌকা প্রতিক নিয়ে এমপি হতে চায়। তবে সরকারি দলের সদস্য হওয়া সত্ত্বেও তাঁরা এরা স্বীকার করেন নারীদের রাজনীতি করার পথ সমাজে এখনও মসৃণ নয়। সমাজের নানা বৈষম্য ও বাধার সম্মুখীন হতে হয় তাদের। তারা জানান, শুধু বাইরে নয় এ বৈরিতা মোকাবিলা করতে হয় পরিবারেও। এখনও সমাজের সাধারণ ধারণা- নারীরা ঘরে থাকবে, তারা কেন রাজনীতিতে?

মন্তব্য করুন


 

Link copied