আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছে বিডিডিএফএ

বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮, বিকাল ০৭:৫৩

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফ রিপোর্টার নীলফামারী ২২ নভেম্বর॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে জেলা ও বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশন (বিডিডিএফএ)। খেলোয়ার বাছাইয়ে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার (২২নভেম্বর) বিকাল ৩টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে রংপুর বিভাগীয় টীম তৈরি উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে সংস্থাটির কর্মকর্তারা। জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, ফুটবলকে ছড়িয়ে দিতে এবং ভালো খেলোয়ার তৈরি করতে বাণিজ্যিক প্রতিষ্ঠান সাইফ পাওয়ার এর পৃষ্ঠপোষকতা করছে। আগামীকাল শুক্রবার (২৩ নভেম্বর) নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে আগত ৮০ জন ফুটবলারের মধ্য থেকে ৩০ জন খেলোয়াড় বাছাই করা হবে। ডাক্তারী পরীক্ষার পর বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে পরবর্তীতে ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রশিক্ষণ শেষে এসব খেলোয়াড় শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের পক্ষে খেলবে। তিনি জানান, আগামীকাল সারাদিন নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবল খেলোয়ার হাসানুজ্জামান খান বাবলু, শেখ মো: আসলাম, ইমতিয়াজ সুলতান জনি সহ বিডিডিএফএ’র নির্বাচক প্যানেল বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবেন। কো-অর্ডিনেটর আহমেদ সাঈদ আল ফাত্তাহ জানান, অনুর্ধ্ব-২০’এর খেলোয়ার নির্বাচনে বয়স প্রমাণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে জন্মনিবন্ধন, এনআইডি কার্ড দেখে চিকিৎসকদের কাছে হস্তান্তর করা হবে। তিনি জানান, সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবু জাফর মোহাম্মদ নাসির উদ্দিন। রংপুর বিভাগের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম। তিনি আরো জানান, গত ১০ নভেম্বর খেলোয়ার বাছাইয়ের শুভ সুচনা করা হয়েছিল চট্রগ্রাম বিভাগ থেকে। দ্বিতীয় দফায় শুক্রবার (২৩ নভেম্বর) রংপুর বিভাগের আট জেলার খেলোয়ার বাছাই করা হবে নীলফামারীতে। এ ভাবে অন্যান্য বিভাগেও পর্যায়ক্রমে খেলোয়ার বাছাই শুরু হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, রংপুর বিভাগের আট জেলার খেলোয়ার বাছাইয়ে আগামীকাল শুক্রবার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব- তরফদার মোঃ রুহুল আমিন। পরবর্তীতে তিনি বাছাইকরা খেলোয়াড়দের হাতে ইয়েস কার্ড তুলে দেবেন। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ফুটবলার মাসুদ আলী ভেলু, ফুটবল কোচ সরওয়ার হোসেন মধু, আহসানুজ্জামান ঝন্টু, অমিত রায় ও আকরাম হোসেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক এবং অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


 

Link copied