রাজীবপুর ও রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম ৪ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সংসদ সদস্য রুহুল আমিনকে।তিনি জাতীয়( পার্টিজেপির) সংসদ সদস্য ছিলেন।
আজ শুক্র বার শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামীলীগ সভাপতির কার্যালয়ে রুহুল আমিনের হাতে দলীয় মনোনয়নপপত্রের চিঠি তুলে দেন আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। এই আসন আওয়ামীলীগের সাবেক এমপি ও রৌমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেনকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেয়া হলেও তার মনোনয়নপত্রটি বাতিল হওয়ায় জোটের শরিক হিসেবে রুহুল আমিন কে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়া হল।
এবিষয়ে স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের কোন বক্তব্য পাওয়া যায়নি।