আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরে ট্রাক্টর চাপায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশু নিহত       রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার      

 width=
 

২৯ আসনে জোটগত, ১৩২ আসনে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে জাপা (তালিকাসহ)

রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮, দুপুর ০৪:৩০

ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। এই তালিকায় দেখা যায়, মহাজোটে হয়ে ২৯ জন এবং ১৩২টি আসনে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে দলটির প্রার্থীরা। রবিবার (৯ ডিসেম্বর) দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতীয় পার্টির প্রার্থী তালিকা: মহাজোটের প্রার্থীরা হলেন— নীলফামারী-৩ আসনে মেজর অব. রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, লালমনিরহাট-৩ গোলাম মোহাম্মদ কাদের, রংপুর-১ মো. মসিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ, কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৬ মো. নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭ অ্যাডভোকেট আলতাফ আলী, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, পিরোজপুর-৩ ডা. রুস্তম আলী ফরাজী, টাঙ্গাইল-৫ শফিউল্লাহ আল মুনির, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মজিবুল হক চুন্নু, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ,নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মিজবাহ, সিলেট-২ ইয়াহ ইয়া চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ জিয়াউল হক মৃধা, ফেনী-৩ লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, লক্ষ্মীপুর-২ মো. নোমান, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থীরা হলেন— রংপুর-২ আসাদুজ্জামান চৌধুরী শাবলু, কুড়িগ্রাম-৩ আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম-৪ মেজর (অব.) আশরাফ উদ দৌলা, গাইবান্ধা-৩ ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, খুলনা-১ সুনীল শুভরায়, সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা-শেখ মাতলুব হোসেন লিয়ন, সাতক্ষীরা-৪ আব্দুস সাত্তার মোড়ল, জামালাপুর-৪ মোখলেছুর রহমান, শেরপুর-১ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন, শেরপুর-৩ মো. আবু নাসের, সিলেট-৫ সেলিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ কাজী মামুনুর রশীদ, পঞ্চগড়-১ আবু সালেক, পঞ্চগড়-২ লুৎফর রহমান রিপন, ঠাকুরগাঁও-৩, হাফিজ উদ্দিন,দিনাজপুর-১ মো. শাহীনুর ইসলাম, দিনাজপুর-২ মো. জুলফিকার হোসেন, দিনাজপুর-৪ মো. মোনাজাত চৌধুরী,দিনাজপুর-৫ সোলায়মান সামী,দিনাজপুর-৬ মো. দেলোয়ার হোসেন, নীলফামারী-১ জাফর ইকবাল সিদ্দিকী, লালমনিরহাট-১ মো. খালেদ আখতার, রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল, রংপুর-৫ মো. ফখরুজ্জামান জাহাঙ্গীর, গাইবান্ধা ৪ কাজী মো. মশিউর রহমান, গাইবান্ধা-৫ এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জয়পুরহাট-১ আ.স.ম. মোক্তাদির তিতাস, জয়পুরহাট-২ কাজী মো. আবুল কাশেম, বগুড়া-৪ হাজী নুরুল আমিন বাচ্চু, বগুড়া-৫ তাজ মোহাম্মদ শেখ,নওগাঁ-১ আকবর আলী কালু, নওগাঁ-২ মো. বদিউজ্জামান, নওগাঁ-৩ অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, নওগাঁ-৪ মো. এনামুল হক, রাজশাহী-২ খন্দকার মোস্তাফিজুর রহমান, রাজশাহী-৫ আবুল হোসেন, রাজশাহী-৬ মো. ইকবাল হোসেন, নাটোর-১ মো. আবু তালহা, নাটোর-২ মো. মুজিবুর রহমান সেন্টু, নাটোর-৩ ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, সিরাজগঞ্জ-৩ মো. আলমগীর হোসেন, পাবনা-১ সরদার শাহজাহান, পাবনা-৫ মো. আব্দুল কাদের খান, মেহেরপুর-১ আব্দুল হামিদ, মেহেরপুর-২ মো. কেতাব আলী, কুষ্টিয়া-১ মো. শাহারিয়ার জামিল, কুষ্টিয়া-৪ মো. আশরাফুল সোলাইমান, ৭৯ চুয়াডাঙ্গা-১ এ্যাড. মোঃ সোহরাব হোসেন, ৮৬ যশোর-২ এবিএম সেলিম রেজা, ৮৭ যশোর-৩ মোঃ জাহাঙ্গীর হোসেন, ৮৮ যশোর-৪ মোঃ জহুরুল হক, ৮৯ যশোর-৫ এমএ হালিম, ৯০ যশোর-৬ মোঃ মাহাবুব আলম, ৯১ মাগুরা-১ মোঃ হাসান সিরাজ, ৯ নড়াইল-১ মোঃ মিল্টন মোল্যা, ৯৪ নড়াইল-২ খন্দকার ফায়েকুজ্জামান, ৯৭ বাগেরহাট-৩ মোঃ সেকেন্দার আলী মনি, ৯৮ বাগেরহাট-৪ সোমনাথ দে, ১০২ খুলনা-৪ হাদিউজ্জামান, ১০৩ খুলনা-৫ মোঃ শহীদ আলম, ১০৪ খুলনা-৬ শফিকুল ইসলাম মধু, ১১০ বরগুনা-২ মিজানুর রহমান মল্লিক, ১১৩ পটুয়াখালী-৩ মোঃ সাইফুল ইসলাম, ১১৪ পটুয়াখালী-৪ আনোয়ার হোসেন, ১১৫ ভোলা-১ কেফায়েত উল্লাহ নজিব, ১১৭ ভোলা-৩ নুরুন্নবী সুমন, ১২০ বরিশাল-২ সোহেল রানা, ১২৩ বরিশাল-৫ একেএম মর্তুজা আবেদীন, ১২৫ ঝালকাঠি-১ এমএ কুদ্দুস খান, ১২৬ ঝালকাঠি-২ এমএ কুদ্দুস খান, ১২৭ পিরোজপুর-১ মোঃ নজরুল ইসলাম, ১৩৩ টাঙ্গাইল-৪ সৈয়দ মোস্তাক হোসেন রতন, ১৩৬ টাঙ্গাইল-৭ মোঃ জহিরুল ইসলাম জহির, ১৩৮ জামালপুর-১ আব্দুস সাত্তার, ১৩৯ জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ, ১৪০ জামালপুর-৩ লেঃ কর্ণেল (অব,) মঞ্জুর আহাদ হেলাল, ১৫০ ময়মনসিংহ-৫ মোঃ সালাউদ্দিন আহমেদ মুক্তি, ১৫১ ময়মনসিংহ-৬ ডা. কেআর ইসলাম, ১৫২ ময়মনসিংহ-৭ বেগম রওশন এরশাদ, ১৫৪ ময়মনসিংহ-৯ হাসনাত মাহমুদ তালহা, ১৫৯ নেত্রকোণা-৩ মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, ১৬৭ কিশোরগঞ্জ-৬ নুরুল কাদের সোহেল, ১৭০ মানিকগঞ্জ-৩ জহিরুল আলম রুবেল, ১৭১ মুন্সিগঞ্জ-১ শেখ সিরাজুল ইসলাম, ১৭৩ মুন্সিগঞ্জ-৩ গোলাম মোহাম্মদ রাজু, ১৭৫ ঢাকা-২ শাকিল আহমেদ শাকিল, ১৮০ ঢাকা-৭ তারেক আহমেদ আদেল, ১৮১ ঢাকা-৮ মোঃ ইউনুস আলী আকন্দ, ১৮৩ ঢাকা-১০ মোঃ হেলাল উদ্দিন, ১৮৪ ঢাকা-১১ এস.এম. ফয়সল চিশতী, ১৮৫ ঢাকা-১২ নাসির উদ্দিন সরকার, ১৮৬ ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু, ১৮৭ ঢাকা-১৪ মোস্তাকুর রহমান, ১৮৮ ঢাকা-১৫ মোঃ শামসুল হক, ১৯০ ঢাকা-১৭ এইচ.এম. এরশাদ, ১৯২ ঢাকা-১৯ কাজী আবুল কালাম আজাদ, ১৯৩ ঢাকা-২০ খান মোঃ ই¯্রাফিল, ১৯৬ গাজীপুর-৩ আফতাব উদ্দিন আহমেদ, ১৯৮ গাজীপুর-৫ রাহেলা পারভীন শিশির, ১৯৯ নরসিংদী-১ মোঃ শফিকুল ইসলাম, ২০০ নরসিংদী-২ মোঃ আজম খান, ২০১ নরসিংদী-৩ আলমগীর কবির, ২০২ নরসিংদী-৪ মো নেওয়াজ আলী ভূঁইয়া, ২০৩ নরসিংদী-৫ এমএ সাত্তার, ২০৪ নারায়ণগঞ্জ-১ আজম খান, ২০৯ রাজবাড়ী-১ আক্তারুজ্জামান হাসান, ২১০ রাজবাড়ী-২ এবিএম নুরুল ইসলাম, ২২৩ শরিয়তপুর-৩ মোঃ আবুল হাসান, ২২৮-সুনামগঞ্জ-৫ নাজমুল হুদা, ২২৯ সিলেট-১ মাহাবুবুর রহমান চৌধুরী, ২৩১ সিলেট-৩ মোঃ ওসমান আলী, ২৩২ সিলেট-৪ আহমেদ তাজ উদ্দিন তাজ রহমান, ২৩৬ মৌলভীবাজার-২ এ্যাড. মাহাবুবুল আলম শামীম, ২৩৯ হবিগঞ্জ-১ মোঃ আতিকুর রহমান, ২৪০ হবিগঞ্জ-২ শংকর পাল, ২৪১ হবিগঞ্জ-৩ মোঃ আতিকুর রহমান, ২৪৬ ব্রাহ্মণবাড়িয়া-৪ তারেক এ আদেল, ২৪৯ কুমিল্লা-১ মোঃ আবু জায়েদ আল মাহমুদ, ২৫০ কুমিল্লা-২ মোঃ আমির হোসেন, ২৫১ কুমিল্লা-৩ মোঃ আলমগীর হোসেন, ২৫২ কুমিল্লা-৪ মোঃ ইকবাল হোসেন রাজু, ২৫৩ কুমিল্লা-৫ মোঃ তাজুল ইসলাম, ২৫৫ কমিল্লা-৭ মোঃ লুৎফর রেজা, ২৫৬ কুমিল্লা-৮ নুরুল ইসলাম মিলন, ২৫৭ কুমিল্লা-৯ এটিএম আলমগীর, ২৫৯ কুমিল্লা-১১ খায়ের আহমেদ ভূঁইয়া, ২৬০ চাঁদপুর-১ এমদাদুল হক, ২৬১ চাঁদপুর-২ এমরান হোসেন মিয়া, ২৬৩ চাঁদপুর-৪ মোঃ মাইনুল ইসলাম, ২৬৮ নোয়াখালী-১ আবু নাসের ওয়াহেদ ফারুক, ২৬৯ নোয়াখালী-২ হাসান মঞ্জুর, ২৭০ নোয়াখালী-৩ ফজলে এলাহী সোহাগ, ২৭১ নোয়াখালী-৪ মোবারক হোসেন, ২৭২ নোয়াখালী-৫ সাইফুল ইসলাম, ২৭৩ নোয়াখালী-৬ নাসিম উদ্দিন মোঃ বায়জিদ, ২৭৪ লক্ষ্মীপুর-১ আলমগীর হোসেন, ২৭৭ লক্ষ্মীপুর-৪ আব্দুর রাজ্জাক চৌধুরী, ২৭৯ চট্টগ্রাম-২ জহুরুল ইসলাম রেজা, ২৮১ চট্টগ্রাম-৪ দিদারুল কবির, ২৮৫ চট্টগ্রাম-৮ ফাতেমা খুরশীদ সোমাইয়া, ২৮৯ চট্টগ্রাম-১২ মোঃ নুরুচ্ছফা সরকার, ২৯১ চট্টগ্রাম-১৪ আবু জাফর মোহাম্মদ ওয়ালি উল্লাহ, ২৯৮ খাগড়াছড়ি সোলায়মান আলম শেঠ, ২৯৯ রাঙ্গামাটি এএকে পারভেজ তালুকদার।

মন্তব্য করুন


 

Link copied