Templates by BIGtheme NET
আজ- রবিবার, ১৬ জুন, ২০১৯ :: ২ আষাঢ় ১৪২৬ :: সময়- ২ : ৩১ অপরাহ্ন
Home / উপজেলা নির্বাচন / গাইবান্ধায় ৫টি আসনে প্রতীক বরাদ্দ

গাইবান্ধায় ৫টি আসনে প্রতীক বরাদ্দ

খায়রুল ইসলাম, গাইবান্ধা থেকে: গাইবান্ধা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫টি আসনে ৩৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে গতকাল সোমবার। তারা হচ্ছেন-
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১১ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আফরুজা বারী (আপেল), গণতন্ত্রী পার্টি’র আবুল বাসার মো: শরীতুল্যাহ্ (কবতুর), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল কাদের খাঁন (মটরগাড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক (কুড়াল), ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার (হাত পাখা), বাংলাদেশ মুসলিম লীগের গোলাম আহসান হাবীব মাসুদ (হ্যারিকেন), বিএনপির মো. মাজেদুর রহমান (ধানের শীষ), গণফ্রন্ট এর শরিফুল ইসলাম (মাছ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. হাফিজুর রহমান সর্দার (বটগাছ), জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) ও বাসদের গোলাম রব্বানী শাহ (মই)।
গাইবান্ধা-২ (সদর) আসনে ৬ প্রার্থীর মধ্যে এনপিপির জিয়া জামান খান (আম), ইসলামী ঐক্যজোটের মওলানা জুবায়ের আহমেদ (মিনার), আওয়ামী লীগের মাহাবুব আরা বেগম গিনি (নৌকা), সিপিবির মিহির কুমার ঘোষ (কাস্তে), বিএনপির মো. আব্দুর রশীদ সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আল আমিন (হাত পাখা)।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), জাতীয় পার্টি জেপি টিআইএম ফজলে রাব্বি চৌধুরী (ধানের শীষ), জাতীয় পার্টির দিলারা খন্দকার (লাঙ্গল), আওয়ামী লীগের মো. ইউনুস আলী সরকার (নৌকা), এনপিপির মো. মিজানুর রহমান তিতু (আম), ইসলামী আন্দোলনের মোঃ হানিফ দেওয়ান (হাত পাখা), বাসদের সাদেকুল ইসলাম (মই) ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির কাজী মো. মশিউর রহমান (লাঙ্গল), এনপিপির খন্দকার রাশেদ (আম), বিএনপির ফারুক কবির আহমদ (ধানের শীষ), জাকের পার্টির মো. আবুল কালাম (গোলাপ ফুল), বাংলাদেশ বিপ¬বী ওয়ার্কার্স পার্টির মো. ছামিউল আলম (কোদাল), আওয়ামী লীগের মো. মনোয়ার হোসেন চৌধুরী (নৌকা), মুসলিম লীগের মো. ছানোয়ার হোসেন (হ্যারিকেন) ও ইসলামী আন্দোলনের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন (হাতপাখা)।
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৫ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মো. আব্দুর রাজ্জাক মন্ডল (হাত পাখা), বিএনপির মো. ফারুক আলম সরকার (ধানের শীষ), আওয়ামী লীগের মো. ফজলে রাব্বি মিয়া (নৌকা) ও সিপিবি’র শ্রী যজ্ঞেস্বর বর্মন (কাস্তে)।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful