আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

জয় নয়, রংপুর-৬ আসনে প্রার্থী হচ্ছেন শেখ হাসিনা

রবিবার, ১০ নভেম্বর ২০১৩, রাত ০৯:১৩

আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি রংপুর -৬ আসন (পীরগঞ্জ) থেকে আবারও প্রার্থী হয়েছেন। আগামীকাল সোমবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে। এর আগে শেখ হাসিনা রংপুর-৬ আসনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর তার স্বজন ও দলের স্থানীয় নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র আহ্বান করায় দলীয় প্রধান শেখ হাসিনার পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার উদ্যোগ নেয়া হয়েছে। সোমবার সকালে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন শেখ হাসিনার দুই ভাতিজা সাঈদ রেজা শান্ত, শাহাদত হোসেন বকুল এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম। সূত্রমতে, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ও স্বজনরা দেখা করে তাকে আবারো রংপুর-৬ আসনে প্রার্থী হবার আহ্বান জানালে তিনি সম্মতি দেন। এ ব্যাপারে রোববার সন্ধায় ঢাকায় অবস্থানরত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও প্রধানমন্ত্রীর ভাতিজা সাঈদ রেজা শান্তর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সোমবার সকাল ১০ টায় তারা দলের প্রধান কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।’ তারা বলেন, ‘ইতোমধ্যেই এ আসনে নির্বাচন করার বিষয়টি দলীয় প্রধান নিশ্চিত করেছেন।’ এদিকে, শেখ হাসিনা আবারো রংপুর-৬ আসন থেকে নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ায় পীরগঞ্জ উপজেলা জুড়ে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তার ঘোষণাকে স্বাগত জানিয়ে রোববার প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি লালদিঘি এলাকায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। উল্লেখ্য, ২০০৮ সালের সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার শ্বশুরবাড়ি এলাকা রংপুর-৬ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হন। পরবর্তীকালে এ আসনটি ছেড়ে দিয়ে দলীয় নেতা আবুল কালাম আজাদকে মনোনয়ন দেন। তিনিও বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

মন্তব্য করুন


 

Link copied