আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর      

 width=
 

বদলে যাচ্ছে রংপুর জেলা শিল্পকলা একাডেমী

সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮, রাত ১০:৩১

স্টাফ রিপোর্টার: অযত্ন অবহেলায় পড়ে থাকা রংপুর জেলা শিল্পকলা একাডেমীর চেহারা পাল্টে গেছে। সংস্কৃতি পল্লী হিসেবে পরিচিত রংপুরের টাউন হল চত্বর এখন লোক সমাগমে ফিরে পেয়েছে নতুন প্রাণ। দিন দিন বাড়ছে সাধারণ মানুষের সমাগম। প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে সাংস্কৃতিক-কর্মীদের জন্য ২৭ কোটি টাকা ব্যায়ে নতুন ভবনের ৬০ শতাংশ কাজ শেষ হওয়ায় সাংস্কৃতি কর্মিদের মাঝে জেগেছে প্রাণ। প্রধান মন্ত্রীর এ উপহারে সাংস্কৃতিক কর্মিদের মাঝে উজ্জল ধ্রুবতাঁরায় পরিণত হচ্ছে রংপুর শিল্পকলা একাডেমি। রংপুরে ২৭ কোটি টাকা ব্যয়ে ৫ম তলা অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতি মধ্যে ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। গণপূর্ত অধিদপ্তর রংপুর এর নির্বাহী প্রকৌশলী সাকিউল আলম বলেন, রংপুর শহরের প্রাণকেন্দ্রে পাবলিক লাইব্রেরী চত্বরে পুরাতন শিল্পকলা একাডেমি ভবনের পাশেই প্রায় ৪৫ শতাংশ জমির উপর অত্যাধুনিক শিল্পকলা ভবনটির নির্মান কাজ সেপ্টেম্বর ২০১৭ সালে শুরু হয়েছে। ভবনটিতে থাকবে ৪৮০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম, লাইব্রেরী, ক্যাফেটেরিয়া, ক্লাস রুম, অফিস রুম, ৫ম তলায় সুসজ্জিত ডরমিটরী, গ্যালারি, প্রশিক্ষন কক্ষ, হলরুমসহ অন্যান্য কক্ষ। রংপুর শিল্পকলা একাডেমির সহ-সভাপতি কাজী মোহাম্মদ জুন্নুন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের কথা জানান। এজন্য প্রায় ২০+৭ মোট ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রনালয়ের অধিনে গণপূর্ত অধিদপ্তর রংপুর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এরই মধ্যে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। কাজটি সার্বিক তত্ত¡াবধায়ন করছেন গণপূর্ত অধিদফতর রংপুর এর উপ বিভাগীয় প্রকৌশলী রংপুর জোন মনিরুজ্জামান। রংপুরের জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি এনামুল হাবিব প্রকল্পটির কাজ তদারকি করছেন বলে গতকাল জানান। এবং শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও রংপুর জেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, রংপুর পৌর সভার সাবেক চেয়ারম্যান ও শিল্প কলা একাডেমি নির্মাণ কমিটির সদস্য কাজী মোহাম্মদ জুন্নুন, ফটো সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মি আসাদুজ্জামান আফজাল, সাংস্কৃতি কর্মি ও বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল বারেক আশা প্রকাশ করেন, ভবনটি নির্মিত হলে রংপুরের সাংস্কৃতি প্রেমিদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পুরণ হবে এবং সাংস্কৃতি কর্মিদের কাছে উজ্জল ধ্রুবতারায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্তকরেন তারা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘স্বাধীনতার ৪৬ বছরের মধ্যে এ ধরনের উদ্যোগ আগে নেয়া হয়নি। আমরা পুরনো শিল্পকলা একাডেমী ভবন গুলোতে মেরামত কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি আধুনিকায়নের কাজও চালিয়ে যাচ্ছি। সেখানে নিয়মিত সিনেমা প্রদর্শন করার জন্য আমরা প্রজেক্টর পাঠাচ্ছি, পাঠাগার স্থাপনের জন্য বইয়ের ব্যবস্থা করছি। শুধু তাই নয় জেলার পাশাপাশি ১২টি উপজেলায়ও মুক্তমঞ্চ এবং একটি করে কমপ্লেক্সে নির্মাণের কাজেও হাত দেয়া হয়েছে।’ নতুন শিল্পকলা একাডেমী ভবনের কাজ বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। এতে করে সে এলাকাগুলোতে শিল্প সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ হবে।’

মন্তব্য করুন


 

Link copied