আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

হাসিনাকে হারানো সেই মণ্ডল বললেন, নৌকার জয় শুধু সময়ের অপেক্ষা

সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮, রাত ০২:২৪

 ডেস্ক: জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া নূর মোহাম্মদ মণ্ডল বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের জয় ‘সময়ের অপেক্ষা মাত্র’, এখন শুধু আনুষ্ঠানিকতাই বাকি আছে। দেড় যুগ আগে রংপুরের এই আসনে লঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে শেখ হাসিনাকে হারিয়েছিলেন বর্তমানে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মণ্ডল গত নভেম্বরে শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। রোববার পীরগঞ্জে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্বাচনী সভায় বক্তব্যে নিজের দলবদলের কারণ তুলে ধরে তিনি নির্বাচনে নৌকার বিজয়ের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। নূর মোহাম্মদ মণ্ডল বলেন, “পীরগঞ্জে দৃশ্যমান সব প্রকল্প চলছে। আমাদের কাজ চালু রাখার জন্য সবাইকে সহযোগিতা করাই শ্রেয়। উন্নয়নের ধারার সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি শেখ হাসিনার কথায় আওয়ামী লীগ যোগ দিয়েছি।” ২০০১ সালের নির্বাচনে পীরগঞ্জের এই আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে শেখ হাসিনাকে হারিয়ে দিয়েছিলেন মণ্ডল। পরে ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচন করে শেখ হাসিনার কাছে হেরে যান তিনি। এরমধ্যে আওয়ামী লীগ সরকার আমলেই বিরোধী শিবির থেকেই উপজেলা চেয়ারম্যান হন নূর মোহাম্মদ মণ্ডল। নির্বাচনে আওয়ামী লীগের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র মন্তব্য করে জনসভায় তিনি বলেন, “এখন শুধু নির্বাচনের আনুষ্ঠানিকতাই বাকি আছে। এখন উৎসবের আমেজ। কোনো হৈ-হল্লা নাই। ৩০ তারিখে বিজয়ের পর আমরা গণভবনে দাওয়াত খেতে যাব।” নূর মোহাম্মদ মণ্ডলকে স্বাগত জানিয়ে বক্তব্যে শেখ হাসিনা বলেন, “ঘরের মানুষ ঘরেই ফিরে এসেছে। আমি তাকে স্বাগত জানাই।””

মন্তব্য করুন


 

Link copied