আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২       লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত       রংপুরে জমজমাট গ্রীষ্মকালীন কবিতা উৎসব        দিনাজপুরে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: আগুনে ভস্মীভূত চারটি যানবাহন       শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি      

 width=
 

ডোমারে কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার॥ আত্মসাতের চেষ্টার অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক

রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯, রাত ০৮:৫২

বিশেষ প্রতিনিধি ১৩ জানুয়ারী॥ প্রাচীন কষ্টিপাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ। এ ঘটনায় আজ রবিবার(১৩ জানুয়ারী) বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কামাল আজাদকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্র মতে, ওই ইউনিয়নে মৎস্য চাষের জন্য মৎস্য বিভাগের পক্ষে চামুচা জলাশয়টি খনন চলছে। বিল খনন কালে গত শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে খননকালে মাটির তলদেশে পাওয়া যায় একটি প্রাচীন কষ্টিপাথরে বৌদ্ধ মূর্তি। সে সময় সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে ফরহাদ হোসেন কৌশলে মূর্তিটি হাতিয়ে নিয়ে চলে যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে চেয়ারম্যান ও তার ছেলে ফরহাদ হোসেন(২৮) আসল মূর্তিটি লুকিয়ে রেখে গতকাল শনিবার (১২ জানুয়ারি) সকালে পুরাতন ইট ও কাঠের টুকরা থানায় জমা দেয়। পুলিশের সন্দেহ হলে ডোমার থানা পুলিশ সরেজমিনে খনন কাজে শ্রমিকদের সঙ্গে কথা বলে জানতে পারে আসল মূর্তিটির বিষয়। শনিবার গভীর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রতপালের নেতৃত্বে ডোমার থানার ওসি মোকছেদ আলী বেপারী সহ পুলিশ ফোর্স চেয়ারম্যান আবুল কালাম আজাদের বাড়িতে অভিযান চালিয়ে কষ্টিপাথরের আসল মূর্তিটি উদ্ধার করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, মূর্তিটি ফেরত দিতে চেয়ারম্যান ও তার ছেলে ফরহাদ গড়িমসি করে এবং তা আত্মসাতের চেষ্টা চালায়। এলাকাবাসীর সহযোগিতায় আমরা তা উদ্ধার করতে পেরেছি। মূর্তিটি ওজন ৭ শত ৫০ গ্রাম, দৈর্ঘ্য সাড়ে ছয় ইঞ্চি, প্রস্থ আড়াই ইঞ্চি। ডোমার থানার ওসি মোকছেদ আলী বেপারী বলেন, মূর্তিটি আত্মসাতের চেষ্টার অপরাধে ইউপি চেয়ারম্যান ও তার ছেলে ফরহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি উচ্চপর্যায়ে অবগত করার পর নির্দেশ মতো আজ রবিবার বিকালে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে আটক করা হয়। তার ছেলেকেও আটকের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি উপজেলার সোনারায় ইউনিয়নে মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় চোমুয়ার বিল পুনঃ খনন প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। সেই বিল খননকালেই মূর্তিটি পাওয়া যায়। খননকালে শ্রমিকরা ওই জলাশয়ের তলদেশে মন্দির ও সিড়ির পরিলক্ষিত করে বিষয়টি প্রকাশ করেছে। ফলে প্রশাসনের পক্ষে খনন কাজ বন্ধ করে দেয়া হয়। ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রত্মতান্ত্রিক বিভাগের দক্ষ কর্মকর্তাদের পরিদর্শনের পর বিলটির খননের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied