আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

সংসদে উত্তর অঞ্চলের মানুষের কথা বলতে চায় লিলি

মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯, দুপুর ১২:১৫

 হাসান আল সাকিব: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন রংপুরের মেয়ে সুমনা আক্তার লিলি। শুক্রবার বিকালে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপির হাতে ফরম জমা দেন তিনি। ফরম জমা দেয়া শেষে লিলি সাংবাদিকদের বলেন, আমি দেশের উত্তরের জেলা রংপুরে বঙ্গবন্ধুর আদর্শে গড়া একটি পরিবারে জন্ম নিয়েছি এবং বেড়ে উঠি। আমি মনে করি, বঙ্গবন্ধুর আদর্শ আমি এবং আমার পরিবার পাওয়ায় আমি বড় ধন্য। আমরা পুরো পরিবারই বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করি। তিনি আরও বলেন, তারাগঞ্জ-বদরগঞ্জ উপজেলার মানুষদের আমি ছোট বেলা থেকেই দেখে আসছি। তাদের কোলে পিঠে আমি বেড়ে উঠেছি।সুতরাং প্রান্তিক মানুষের জীবন যাত্রার বিষয়ে আমার ধারণা রয়েছে।আমার এলাকার মানুষের অভাব-অভিযোগ, পাওয়া না পাওয়া, হাসি কান্নার সাথে আমি পরিচিত। তাদের অভাব এবং না পাওয়ার যন্ত্র, বেদনা গুলো আমাকে তাড়িয়ে বেড়ায়। সব ছেড়ে তাদের পাশে দাঁড়াতে আমি সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে বলেন, দেখুন আমার নেত্রী. আমার মা জন-নেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন দেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে, তাদের সুখে হাসতে, জনগণের সুখই যেন আমার নেত্রীর সুখ। যেহেতু আমি তাঁর ভালোবাসাই বেড়ে উঠছি। তাঁকে দেখেই আমারই রাজনীতি শেখা, তিনি আমার অনুপ্রেরণা। তাঁর আদর্শ আমি খুব কাছ থেকে পেয়েছি…। তাঁর( শেখ হাসিনা) মতো হতে পারবো না কিন্তু পথ চলতে সব সময় তাঁকে স্মরণ করি, তাঁকে সামনে রেখেই কাজ করছি। আমার মা সমতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাত্র আমার পাথেও। সুমনা আক্তার লিলি সাংবাদিকদের বলেন, আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এই স্বপ্ন দেখছি সেই কিশোর বয়স থেকেই। যতই বেড়ে উঠছিলাম ততই সেই স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না। এখনো দিচ্ছে না।সেই স্বপ্ন আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সে কারণেই আমি এবার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে চাই। এলাকার মানুষ সেই দাবী করে আসছে। যেহেতু আমাদের দেশে সংসদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একজন সংসদ সদস্য চাইলে এলাকার অনেক উন্নয়ন করতে পারে, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে, দু হাত খুলে সেবা করার সুযোগ থাকে সেই কারণেই আমি সংরক্ষিত আসনের এমপি হতে চাই। আমি আশা করছি আমার সেই লালিত স্বপ্ন বাস্তবায়নে আমার মা সমতুল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনজর দেবেন, নেক নজর দিবেন, স্নেহের আচল দিয়ে আগলিয়ে রাখবেন। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে, ছোট ছোট উদ্যোগে দেশের বিভিন্ন এলাকার গরীব অসহায় মানুষ, মেধাবী শিক্ষার্থী, যারা আগামী দিনের বাংলাদেশ সেই মেধাবীরা যাতে ভবিষ্যতে মানুষ হয়ে দেশ সেবা করতে পারে সে বিষয়ে কড়া নজর দিচ্ছি। তাদের পাশে দাঁড়াচ্ছি’। ‘শুধু আমার এলাকারই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী আসা অসহায় মেধাবী শিক্ষার্থীরা যারা পড়া- লেখার খরচ চালাতে পারে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু পড়া লেখার খরচ চালাতে পারছে না, তাদের এককালীন পাশে দাঁড়িয়েছে দাঁড়াচ্ছি। এমনকি অসহায় মানুষ, যারা অর্থের অভাবে চিকিৎসা কারাতে পারেন না তাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছি। প্রাইমারী, মাধ্যমিক, স্কুল-কলেজ মাদ্রাসার অসহায় মেধাবী শিক্ষার্থীদের আমি সহযোগিতা করে আসছি। তিনি বলেন, প্রতি বছর বন্যা, নদী ভাঙ্গন, খরায় ক্ষতিগ্রস্ত মানুষ এবং কৃষকদের পাশে দাঁড়িয়েছি। যতটুকু পারি এখনো তাদের খোঁজ নিয়ে তাদের কাছে গিয়ে পাশে দাঁড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। উত্তরের শীতার্ত কাতর মানুষদের প্রতি বছরই সমাজের বিত্তবানদের কাছ অর্থ সংগ্রহ করে তাদের পাশে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। উল্লেখ্য,সুমনা আক্তার লিলি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি আওয়ামীলীগে যুব ও ক্রীড়া উপ- কমিটির কমিটির সদস্য।

মন্তব্য করুন


 

Link copied