আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু       কিশোরীগঞ্জে পাঁচতলা ভবন থেকে পড়ে এক ব্যাক্তির রহস্যজনক মৃত্যু       উপজেলা নির্বাচনে জাপার প্রার্থী হতে চান না কেউ      

 width=
 

গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’তে গাড়ী আটক করে প্রকাশ্য চাঁদাবাজি (ভিডিও)

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী ২০১৯, রাত ১০:২০

স্টাফ রিপোর্টার: প্রতিদিন থ্রী-হুইলার ও ইজি-বাইক কাকিনা-মহিপুর সড়ক দিয়ে চলাচল করে প্রায় ১৫’হাজার। এ সুযোগ কাজে লাগিয়ে সদ্য নির্মিত দ্বিতীয় তিস্তায় গঙ্গাচওড়া শেখ হাসিনা সেতু’তে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন থিহুইলার ও অটোচালকরা। জানাগেছে, ১২৩ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্য ও ফুটপাতসহ ৯ দশমিক ৬ মিটার প্রস্থের দ্বিতীয় তিস্তা সড়ক সেতু তৈরীতে রয়েছে ১৬টি পিলার, ২টি এপার্টমেন্ট, ১৭টি স্প্যান, ৮৫টি গার্ডার। এই সেতুটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। যার নাম রাখা হয় ‘গঙ্গাচরা শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতু’। স্থলবন্দরসহ বেশী উপকৃত হয় লালমনিরহাটের আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম। এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর শ্রমিক নেতা শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে প্রতি অটো রিক্সা ও থ্রি-হুইলারে ১০/২০ টাকা হারে চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে গাড়ির চাবি বা ব্যবহৃত মোবাইল নেয়া হচ্ছে বলে চালকদের অভিযোগ। চাঁদা আদায় নিয়েও মারামারির ঘটনা ঘটছে চালকদের সাথে। অসংখ্য চালকদের প্রতিনিয়ত অভিযোগ থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না অভিযোগে জানা গেছে,এ অঞ্চলের শিক্ষার্থীরা অটো রিক্সায় রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে লেখাপড়া করছে। রোগীরাও অটো রিক্সায় যাতায়ত করছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে এ সড়কে থ্রি হুইলার ও অটোরিক্সার চাপ বেড়ে গেছে। মহিপুর কাকিনা সড়কের চেন মাষ্টার দাবি করে আরিফ নামে এক যুবক ভোর থেকে রাত অবধি চাঁদা আদায় করছেন। চাঁদার এ অর্থ ক্ষমতাসীন দলের নেতা ও পুলিশের পকেটে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। যার ফলে প্রকাশ্য চাঁদাবাজির ঘটনা ঘটলেও নিরব রয়েছে প্রশাসনের কর্মকর্তারা। চাঁদাবাজি বন্ধের জন্য অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলছেন চালকরা। চেনমাষ্টার খ্যাত আরিফ প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার লোক দাবি করে তিনি বলেন, চালকদের কাছ থেকে আদায় করার টাকা নিজের মজুরী হিসেবে দৈনিক চারশত টাকা রেখে বাকী টাকা মসজিদ, মাদরাসায় দান করা হয়। এর বিনিময়ে এ রুটের অটোচালক চেন নিয়ন্ত্রন ও যাত্রীদের নিরাপত্তার সেবা দেন বলে দাবি করেন তিনি। এ রুটের অটোচালক সাব্বির হাসান লাভলু বলেন, প্রধানমন্ত্রী জনগনের সুবিধার জন্য সেতু নির্মান করেছেন। সেখানে চাঁদা না দিলে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। মোবাইল ফোন কেড়ে নেয়াসহ মারপিটের শিকার হতে হয়। প্রশাসনকে লিখিত অভিযোগ দেন না কেন? এমন প্রশ্নে তিনি বলেন, চাঁদার টাকা পুলিশও পায়, তাই অভিযোগ দিয়ে কোন কাজ হয় না। বোরোবি’র শিক্ষার্থী আলামিনসহ অনেকেই জানান, প্রকাশ্যে চাঁদা নেয়া হচ্ছে। চাঁদা না দিলে যাত্রীদের পায়ে হেঁটে সেতু পাড়াপাড় করতে হচ্ছে। এ পরিবহন নৈরাজ্য নিরসনে দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা। এ জনদুর্ভোগ লাঘবে পুলিশ প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করে তিনি। জানতে চাইলে লালমনিরহাটের কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন,গঙ্গাচরা শেখ হাসিনা সেতুটি কালীগঞ্জ থানার এলাকা নয়। তবে রংপুরের গঙ্গাচড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বলেন, বিষয়টি নিয়ে সেতুর দুই পাড়ের শ্রমিকদের মধ্যে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মতে এই ৭দিনে জন্য এই চাঁদা আদায় করছেন হয়তো। এরপর এ নৈরাজ্য বন্ধ হয়ে সেতু পাড়াপাড় স্বাভাবিক হবে বলেও দাবি করেন তিনি।

মন্তব্য করুন


 

Link copied