আর্কাইভ  মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ● ৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কুড়িগ্রামে অষ্টমীর স্নান করতে এসে মারা গেলেন পুরোহিত       বাস-পিকআপ সংঘর্ষে ১১ জন নিহত       উপজেলা পরিষদ নির্বাচন: রংপুরে ৩০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল        ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ডোমার ও ডিমলায় মনোনয়ন জমা দিলেন ৩৫ জন       নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষন -গ্রেপ্তার ৬      

 width=
 

কুমিল্লায় ব্রিকফিন্ডে ট্রাকের চাঁপায় নিহত ১৩ জনের বাড়ি নীলফামারী

শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯, দুপুর ১১:১৩

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৫ জানুয়ারি॥ কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত যে ১৩ শ্রমিক নিহত হয়েছে তাদের সকলের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া ও শিমুলবাড়ি ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে বলে নিশ্চিত হওয়া গেছে। আজ শুক্রবার(২৫ জানুয়ারী) ভোরে কৃমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান ওই দুই ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদ্বয় নিহতদের পরিচয় ও নামের তালিকা সংগ্রহ করছে। মীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হুকুম আলী জানান তার এলাকার পাঠানপাড়ায় ৯ জন নিহত হয়। অপর দিকে শিমুলবাড়ি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম বলেন তার এলাকায় ঘুঘুমারী গ্রামের নিহত হয় ৪ জন। তাদের নাম পরিচয়ের তালিকার কাজ চলছে। নিহতরা হলেন, বিপ্লব (১৯), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), শঙ্কর জন্দ্র রায় (২২), দিপু চন্দ্র রায় (১৯), অমৃত চন্দ্র রায় (২০), মৃণাল চন্দ্র রায় (২১), বিকাশ চন্দ্র রায় (২৮), রঞ্জিত চন্দ্র রায় (৩০), কনক চন্দ্র রায় (৩৫), মো. সেলিম (২৮), মো. মোরসালিন (১৮), তরুণ চন্দ্র রায় (২৫) ও মাসুম (১৮)। উল্লেখ যে, আজ(শুক্রবার) ভোর সাড়ে ৫টার কুমিল্লার ওই বিট ফিল্ডের জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ব্রিক ফিল্ডের লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের উপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় মারাত্মক আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন


 

Link copied