আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

বৈধ চালকদের ফুল শুভেচ্ছায় নীলফামারীতে পুলিশ সেবা সপ্তাহ শুরু

রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯, রাত ০৮:০০

স্টাফ রিপোর্টার,নীলফামারী ২৭ জানুয়ারি॥ “পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহন করুন” এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নীলফামারীতে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ। আজ রবিবার পুলিশ সপ্তাহের প্রথম দিন ব্যাতিক্রম এক উদ্যোগে বিভিন্ন যানবাহনের চালকদের গোলাপ ফুল ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সদস্যরা। বিশেষ করে হেলমেট ব্যবহারকারী মোটরসাইকেল চালকদের ফুলের শুভেচ্ছা জানানো হয় সব থেকে বেশী। বিভিন্ন যানবাহন থামিয়ে পুলিশের হাত হতে ফুল পেয়ে চালকরাও যেন হতবাক হয়ে পড়ে। না কোন মামলা নয়। বরং পুলিশ ও ট্রাফিক আইন মেনে চলার উপদেশও দেয়া হলো চালকদের। এর আগে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং সচেতনামুলক সমাবেশ করা হয়। সকাল ১১টায় জেলা পুলিশের উদ্যোগে সদর থানা চত্বর হতে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌরঙ্গী মোড়ে আইন বিষয়ক জনসচেতনতা বাড়াতে এক সভায় মিলিত হয়। র‌্যালিতে পুলিশ সদস্য ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেয়। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার এ,এইচ,এম মাহফুজুর রহমানের সঞ্চালনায় সচেতনামুলক সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) খন্দকার মুহাম্মদ নাহিদ হাসান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি ও ইটাখোলা ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, সদর থানার ওসি মমিনুল ইসলাম প্রমুখ। এসময় সমাবেশে পুলিশ সুপার বলেন, পুলিশ জনবান্ধবে পরিণত হয়েছে। সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। আমরা অন্যায়ের বিপক্ষে অবস্থান নেই, সেটা মানুষের ন্যায় বিচারের পক্ষে। এজন্য আপনারা আমাদের সহযোগীতা করে থাকেন। তিনি বলেন, শুধু একার পক্ষে পুলিশ সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারে না, এজন্য কমিউনিটি পুলিশিং গঠন করা হয়েছে। এরফলে সাধারণ মানুষরাও এতে স¤পৃক্ত হয়ে পুলিশের কাজে সহযোগীতা করছেন। যার সুফলও পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied