আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে      

 width=
 

রৌমারীতে প্যারামেডিকেল ভুয়া ট্রেনিং সেন্টারকে ৫ লাখ টাকা জরিমানা

রবিবার, ৩ ফেব্রুয়ারি ২০১৯, বিকাল ০৬:৩৫

সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে প্যারামেডিকেল বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশন (বিটিএফ) রৌমারী শাখার ট্রেনিং সেন্টারে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্টেট দ্বীপঙ্কর রায় এ আদেশ দেন। ২ ফেব্রæয়ারী শনিবার মহিলা কলেজ রোড তার ভারাটিয়া ঘরে ট্রেনিং সেন্টারে ডেন্টাল কাউন্সিল ২০১০ এর ২৫ ধারায় ভ্রাম্যমান আদালত দিয়ে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র ও নার্সিং সরঞ্জামাদী না থাকায় রৌমারী শাখার পরিচালক মফিজুল হক রাজুকে আটক করেন এবং ট্রেনিং সেন্টারে থাকা মালামাল জব্দ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন, সহকারি সার্জন ডা. জুবায়ের আল মাহমুদ শিমুল, রৌমারী থানার এসআই রফিকুল ইসলাম আকন্দ প্রমূখ। প্রসঙ্গত, গত ১ জানুয়ারী ২০১৮ তারিখে বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশন (বিটিএফ) গভঃ রেজিঃ নং ১৪১ উত্তরা কাটিয়া (হাজিবাড়ী), সাতক্ষীরার দোহাই দিয়ে প্যারামেডিকেল ও নার্সিং প্রশিক্ষণ ইন্সটিটিউট মহিলা কলেজ রোডে মফিজুল হক রাজু প্রকল্পটি পরিচালনা করে আসছিলেন। প্রশিক্ষণে প্রথম বেচে ৮ বিষয়ের উপর প্রতি বেচে ৩০ জন করে প্রশিক্ষনার্থীর নিকট থেকে ভর্তি ফি ৬ হাজার ১শত টাকা এবং প্রশিক্ষণ ও বিষয় ভিত্তিক সার্টিফিকেট চুক্তি ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছিল। ট্রেনিংয়ে ডিপ্লোমা ইন মেডিকেল এসিসটেন্ট, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, ডিপ্লোম ইন নার্সিং, ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজিস্ট, বাংলাদেশ ডেন্টাল এসিসটেন্ট, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি প্যারামেডিকেল, পল্লি ডাক্তার ও প্রাণী ডাক্তার। বিভিন্ন বিষয় গুলি প্রশিক্ষণ দিতে গেলে একটি প্রতিষ্ঠিত ইন্সটিটিউটসহ চিকিৎসার বিভিন্ন উপকরণ ও নিয়োগ কৃত এমবি বিএস ডাক্তার প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কোন অনুমোদন নেই। শুধু হচ্ছে সার্টিফিকেট বিক্রির ব্যবসা।

মন্তব্য করুন


 

Link copied