আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

দুদকের ভুলে জাহালমের হাজত: সেই সালেকের বাড়ি নিস্তব্দ

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি ২০১৯, দুপুর ০৩:৩৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: দুদকের ভুলে জাহালম বিনা দোষে তিন বছর হাজত বাস করে ছাড়া পেলেও সেই আলোচিত আবু সালেক বছর খানেক ধরে লাপাত্তা। নিজের বাড়িতেও কোন যোগাযোগ নেই তার। এলাকার লোকজনের চোখেও পরেনি আবু সালেক। গ্রামে একটি আলিশান নতুন পাকা বাড়ি লোকজন ছাড়াই পরে আছে নিস্তব্দ। বাবা-মা বিবাহিত বোন থাকলেও সারাক্ষণই বাড়িটি ভিতর থেকে তালাবদ্ধ থাকে। তেমন কেউ যায় না ওই বাড়িতে। সেই আলোচিত আবু সালেক ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। ৪ ছেলে মেয়ের তৃতীয় সন্তান আবু সালেক। আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার পর আবু সালেক দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে। এর আগে প্রথম স্ত্রীর সাথে বছর খানেক সংসার হওয়ার পর বিচ্ছেদ হয় তাদের। আর দ্বিতীয় স্ত্রীর সাথে সালেকের বাবা-মার বনিবনা না হওয়ায় সালেকের গ্রামের বাড়িতে আসেন না বলে জানায় স্থানীয়রা। সালেকের পিতা আব্দুল কুদ্দুস জানায়, এসএসসি পরিক্ষার পর বাবার বকুনি খেয়ে ঢাকায় পাড়ি জমায় আবু সালেক। সংসারে একমাত্র ছেলে হওয়ায় পরিবারের শাসন মানতনা সালেক। বেপরোয়া সালেক ঢাকায় থাকলেও পরিবারের সাথে তেমন যোগাযোগ করেনি বলে জানায় তার বাবা আব্দুল কুদ্দুস। তবে ঢাকায় ভোটার আইডি কার্ড (এনআইডি) তৈরির সাথে যুক্ত ছিল সে। ওই গ্রামের আনসারুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আব্দুর রশিদ জানায়, হঠাৎ বড় লোক হয় আবু সালেক। বাড়িঘর কাঁচা থাকলেও আলিসান ঘর নির্মান করে সে। সাজসজ্জা গেট আর বহুরঙ্গের বাড়িটির ঝলক যেন চোখ জুড়ায়। গ্রামের বাড়িতে সম্পদ না করলেও বোনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায় টেলিভিশনের শো’রুম দেয় আবু সালেক। আর সেখানে বেশ কিছু জমিও ক্রয় করেছেন সে। সালেকের পিতা আব্দুল কুদ্দুস তার ছেলের অপকর্মের শাস্তিও দাবি করেছেন। তবে বলেছেন, আত্মসাৎ করা টাকা কখনো তাঁর হাতে দেননি। ওই টাকায় পঞ্চগড়ের বোদায় সম্পদ করেছে। তার টাকায় গ্রামে বাড়ি করেনি বলে সালেকের বাবার দাবি। পৈত্রিক সূত্রে পাওয়া আবাদী ২০ বিঘা জমি থেকে সালেকের বাবা সংসার পরিচালনা ও ঘর নির্মান করেছেন বলে দাবি করেন। বিভিন্ন মিডিয়ায় দুদকের ভুলে জাহালম হাজত বাস করার নিন্দা জানিয়ে আবু সালেকের শাস্তি দাবি করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার সিঙ্গিয়া গ্রামবাসী। বালিয়া ইউপি চেয়ারম্যান নুর-এ আলম ছিদ্দিকি মুক্তি বলেন, আবু সালেক একজন চিটার, বাটপার। তার বিরুদ্ধে এলাকাতেও ছোট বড় অপরাধের নালিশ আছে। তবে সালেকের বিরুদ্ধে জালিয়াতি মামলার সত্যতা আছে বলে ধারনা করছেন এই ইউপি চেয়ারম্যান। তিনি সালেকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন। উল্লেখ্য, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলায় নিরপরাধ জাহালম ৩ বছর জেল খাটে। তথ্য অনুযায়ী, আবু সালেকের (মূল অপরাধী) বিরুদ্ধে সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির ৩৩টি মামলা হয়েছে। কিন্তু আবু সালেকের বদলে জেল খাটছেন জাহালম। তিনি পেশায় পাটকল শ্রমিক। আবু সালেকের ১০টি ব্যাংক অ্যাকাউন্টের ভুয়া ঠিকানাগুলোর একটিতেও জাহালমের গ্রামের বাড়ির কথা নেই। রয়েছে পাশের আরেকটি গ্রামের ভুয়া ঠিকানা। কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়ালো জাহালমের জীবনে। নির্ধারিত দিনে দুই ভাই হাজির হন দুদকের ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে। জাহালম বুকে হাত দিয়ে বলেছিলেন, ‘স্যার, আমি জাহালম। আবু সালেক না। আমি নির্দোষ।’ ২০১৬ সালের ৬ ফেব্রæয়ারি নরসিংদীর ঘোড়াশালের মিল থেকে জাহালমকে আটক করা হয়। জাহালম তখন জানতে পারেন, তার নামে দুদক ৩৩টি মামলায় অভিযোগপত্র দিয়েছে। তার বিরুদ্ধে সোনালী ব্যাংকের ১৮ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে, তিনি বড়মাপের অপরাধী। পুলিশের কাছেও জাহালম একই কথা বলেন, ‘স্যার, আমি জাহালম। আবু সালেক না। ছবিতে দেখতে দু’জন একই রকম হওয়া আর দুদকের ভুলের কারণে কোন অপরাধ না করেও ৩ বছর জেল খাটতে হয়েছে সালেককে।

মন্তব্য করুন


 

Link copied