আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রংপুরে ক্রিকেটের আন্তর্জাতিক প্র্যাকটিস ভেন্যু হচ্ছে

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৯, রাত ০৯:১৭

রতন সরকার: ক্রিকেটের আন্তর্জাতিক প্র্যাকটিস ভেন্যু হচ্ছে রংপুরে। আর এজন্য নগরীর ক্রিকেট গার্ডেনকে স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে। শিগগিরই এর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি কর্মকর্তা। সুযোগ-সুবিধা না থাকলেও আক্ষেপ-অভিযোগ করে হাল ছাড়েন না তারা। শত সঙ্কট মাড়িয়ে স্বপ্ন ছোঁয়ার অদম্য বাসনায় কেবল প্রত্যাশা-প্রাপ্তির ব্যবধান ঘোঁচানোর নিরন্তর লড়াই চলে এখানে। রংপুর নগরীর প্রাণকেন্দ্রের ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদিন ছয় শতাধিক কিশোর-তরুণ কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের শানিত করছে। স্বল্প-পরিসর, তাই পালা করে মাঠে নামে তারা। বলতে গেলে কোনরকম সাহায্য-সহায়তা মেলে না। উদ্যোগী কিছু মানুষই এর চালিকা। তবে এই মাঠ নিয়ে স্বপ্ন সবার।পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার প্রধান জেলা প্রশাসক। সঙ্কটের অনেক কিছুই স্বীকার করেন। তবে এই নবীন প্রাণের দেখা স্বপ্নের-সারথি হতে চান তিনি। রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবিব বলেন, আমরা চেষ্টা করবো মাঠটির সংস্কার করার। সেই সঙ্গে কিছু আধুনিক সুযোগ সুবিধা দেওয়ার। যেমন একটি ড্রেসিং রুম এবং কয়েকটি পিচের থাকলে তাদের সুবিধা হবে। এখন নেই বলে, হবে না- এটা অবশ্য মানেন না রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তিনি বিসিবিরও প্রভাবশালী কর্মকর্তা। ক্রিকেট গার্ডেনকে আন্তর্জাতিক মানের অনুশীলন মাঠে রূপান্তর করতে চান। বিসিবির পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, এখানে বাচ্চাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ক্রিকেট একাডেমি করার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ জাতীয় দলে খেলা অলরাউন্ডার, নাসির, শুভ, আরিফুল, আলাউদ্দীন বাবু, পেসবলার সাজিদুলসহ জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা অসংখ্য ক্রিকেটারের আতুরভূমি এই ক্রিকেট গার্ডেন। যা একদিন গড়ে উঠবে প্রতিষ্ঠান হিসেবে, এটাই প্রত্যাশা সবার। খবর-সময় টিভি

মন্তব্য করুন


 

Link copied