আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছয় দিনব্যাপী বইমেলা শুরু

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯, রাত ১০:৪২

মহানগর প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী তৃতীয় গুনগুন-রণন বইমেলা। গুনগুন এবং রণন নামের দুটি সংগঠনের উদ্যোগে আজ মঙ্গলবার বইমেলার শুভ উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিবিদ ও ভাষাসৈনিক, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আফজাল, কথাসাহিত্যিক মাসুদুল হক এবং কথাসাহিত্যিক আশান উজ জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন উপাচার্য ডক্টর নামমুল আহসান কলিমউল্লাহ। রণন সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে ও গুনগুন সভাপতি ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুকের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে আরো বক্তব্য রাখেন রণন সংগঠক হ্যাপী রায়, গুনগুন সংগঠক জান্নাতুল মাওয়া, আইডিয়া প্রকাশনীর শাকিল মাসুদ, বিভাগীয় লেখক পরিষদের সংগঠক জাকির আহমেদ। লেখক রেজাউল করিম মুকুল প্রমুখ। আয়োজক সংগঠন রণনের সভাপতি বলেন, আমরা এ বছর তৃতীয়বারের মতো গুনগুন-রণন বইমেলার আয়োজনের করেছি। বইপাঠে মানুষ তার অভ্যাস বদ্ধি করে এমন চিন্তা থেকে আমরা বইমেলার আয়োজন করছি। আগামী বছরগুলোতে আমরা এর কলেবর বৃদ্ধি করতে চাই। গুনগুন এর সভাপতি বলেন ‘বিশ্ববিদ্যালয়ের তথা অত্র অঞ্চলের মানুষকে আলোকিত করার প্রত্যয় নিয়ে আমরা প্রতিবছর এই বইমেলার আয়োজন করছি। পাঠকদের অনুরোধ করি তারা যেন মেলায় আসেন আমাদের উৎসাহকে বাড়িয়ে দেন। প্রতিদিন মেলা চলবে সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। এই মেলায় মোট ২৬টি দোকান রয়েছে। বিশ্ববিদ্যালয় ও শহরের কিছু সংগঠন ছাড়াও কয়েকটি প্রকাশনাও অংশ নিয়েছে। মেলায় প্রতিদিন পুস্তক সমালোচনা প্রতিযোগিতা, সাহিত্যবিষয়ক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied