জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, নির্বাচনের পর ৯৭টি দেশ নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে পুনরায় শুরু হলে প্রশ্নোত্তরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের প্রভাবশালী দেশগুলোসহ মোট ৯৭টি দেশ নির্বাচিত সরকারকে অভিনন্দন বার্তা জানিয়েছে। ভোটে জয়ী হয়ে যারা সংসদে আসছে না তা ভুল করছেন। জনগণ তাদের দায়িত্ব দিয়েছেন সংসদে তাদের কথা বলার জন্য। কিন্তু তারা জনগণকে তা থেকে বঞ্চিত করছেন।
প্রধানমন্ত্রী আরও জানান, গ্রামই হলো বাংলাদেশের প্রাণ, অবসর নিয়ে আমি গ্রামে ফিরে যাব।