আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সিঙ্গেল ঐক্যজোটে’র বিক্ষোভ

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯, রাত ০৯:২৩

মহানগর প্রতিনিধি: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে বিক্ষোভ কর্মসুচি ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ‘সিঙ্গেল ঐক্যজোট’। সিঙ্গেল এক্যজোটের সভাপতি সাইফুল্লাহ রাব্বী অনিক ও সাধারন সম্পাদক আশিকুজ্জামন এর নেতৃত্বে প্রেমবঞ্চিত প্রায় শতাধিক শিক্ষার্থী এই কর্মসুচিতে অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্তর থেকে শুরু হয়ে ভার্সিটি চত্ত্বর হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাফেটেরিয়ায় এসে শেষ হয়। এসময় মিছিলে ‘সিঙ্গেল আসছে-ক্যাম্পাস কাঁপছে’, ‘কেউ পাবে কেউ পাবেনা- তা হবে না তা হবে না’, ‘জানিয়ে দাও সিঙ্গেল-দেখিয়ে দাও সিঙ্গেল’, ‘প্রেমের নামে প্রহসন-মানি না মানব না’ ইত্যাদি শ্লোগান দেয় প্রেমবঞ্চিতরা। মিছিল শেষে ভালবাসা বঞ্চিত শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে প্রেমবঞ্চিতরা বলেন, ‘কিছু কিছু ছেলে একসাথে তিন থেকে চারটি প্রেম করছে। এভাবে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে ধোঁকা দিলেও তাঁরা বুঝতে পারছে না। কিন্তু আমরা অকৃতিম প্রেমের পয়গাম নিয়ে গেলেও মেয়েরা তা সাথে সাথে প্রত্যাখান করে। তারা আরও বলেন, প্রেম হচ্ছে মৌল-মানবিক চাহিদা। এখানে সবার সমান অধিকার থাকা উচিত। সিঙ্গেল ঐক্যজোটের সদস্য কামাল উদ্দিন বলেন, তিনি একা নন তার মত আরও অনেক ভালবাসা বঞ্চিত রয়েছে। প্রেমের জন্য অনেক চেষ্টা করেও হয়নি। কারণ, এখন প্রায় সব মেয়েরাই প্রেম করে। যে মেয়েকেই প্রস্তাব দিয়েছি সে মেয়েই ‘সরি ভাইয়া অ্যাফেয়ার আছে’ বলে জানিয়ে দিয়েছে। বেশ কয়েকটা প্রস্তাব দিয়ে এখন হাল ছেড়ে দিয়েছেন বলে জানান।

মন্তব্য করুন


 

Link copied