আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার       পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ      

 width=
 

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুবদের ভূমিকা অন্যতম: রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যমন্ত্রী

রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯, বিকাল ০৫:৩০

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবকদের ভূমিকা অন্যতম বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। এক্ষেত্রে যুবকদের ত্যাগী ও পরিশ্রমী হতে হবে। রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) খেলার মাঠে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৫ দিনব্যাপী যুব ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এখনই আত্মমানবতার সাথে কাজ করার শ্রেষ্ঠ সময়। ‘পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে সবাইকে। শিক্ষিত চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তাঁর’। তিনি বলেন, ‘সকলের প্রচেষ্ঠায় আর্তসামাজিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর্তসামাজিক বাংলাদেশ গড়ে উঠবে যুবকদের হাত ধরেই’। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘মানুষের কল্যানে আর্তমানবতার সেবায় রেডক্রিসেন্টকে এগিয়ে নিয়ে যেতে হবে’। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেদন করে টিপু মুনশি বলেন, ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তাঁর তাই এই যৌবনকে কাজে লাগিয়েই আর্তমানবতার সেবায় বেড়িয়ে পড়তে হবে সকলকে।’ বাণিজ্যমন্ত্রী ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের বিখ্যাত এক উক্তি ‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না’ ঘোষণা দিয়ে বলেন, ‘ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এবং দেশটির রাষ্ট্রপতির উক্তিটির সাথে সবাইকে মানিয়ে নিতে হবে। তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে জেগে উঠে আর্তমানবতার সেবা করো।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য রংপুর ৪ আসনের এমপি ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমান। তিনি বলেন, ‘এখনকার যুবকদের মূল শক্তি হলো লড়াই। জ্ঞানের পরিধি বাড়িয়ে এগিয়ে যেতে হবে সকলকে’। তিনি আরও বলেন, ‘ত্যাগ স্বীকার না করলে কেউ কোনদিন সফল হয় না তাই ত্যাগ স্বীকার করেই জীবন সফলতা আনতে হবে’। রেডক্রিসেন্টের রংপুর জেলা ইউনিটের চেয়ারম্যান ছাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুর ইসলাম, বিডিআরসিএস এর ব্যবস্থাপনা সদস্য রেহেনা আশিকুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক একে এম সিরাজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন


 

Link copied