আর্কাইভ  শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪ ● ১৩ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে প্রজ্ঞাপন জারি       রংপুর বিভাগে আসছেন ভূমিমন্ত্রী       রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত       রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায়       যুদ্ধ নয়, আলোচনায় সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      

 width=
 

গাইবান্ধায় হত্যাকারীর ফাঁসি দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

সোমবার, ২৫ ফেব্রুয়ারি ২০১৯, বিকাল ০৫:২৩

খায়রুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজার এলাকায় পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে সাইফুল ইসলাম ঠান্ডা’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধন কর্মসূচিতে বিক্ষুব্ধ এলাকাবাসিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। তারা বিভিন্ন দাবি সম্বলিত ফেস্টুন হাতে সড়কের দু’ধারে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়। এসময় আন্দোলনকারিরা সড়কের উপর শুয়ে পড়ে অবস্থান নেয়। ফলে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে প্রায় দেড় ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাহাপাড়া ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি গোলাম মওলা, বর্তমান সভাপতি রিংকু মিয়া, ইউপি সদস্য জুয়েল মিয়া, ঠান্ডার বড় ভাই আবুল কালাম আজাদ, ছোট ভাই ওবায়দুল ইসলাম সোনা প্রমুখ। বক্তারা বলেন, ঘটনার দিন পুলিশ সন্দেহ ভাজন একজনকে আটক করলেও হত্যার সঠিক তথ্য এখন পর্যন্ত উৎঘাটন করতে পারেনি। এই ঘটনার সঠিক তথ্য উৎঘাটন করে ঠান্ডার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উলে¬¬খ্য, গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট বাজার সংলগ্ন ব্রীজটির নিচ থেকে গত শুক্রবার সকালে সাইফুল ইসলাম ঠান্ডা (৪৫) নামের এক ব্যবসায়ির লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের মৃত. খবির উদ্দিন ব্যাপারীর ছেলে।

মন্তব্য করুন


 

Link copied