আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ● ১৪ চৈত্র ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪
 width=
 

 

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

কুড়িগ্রামে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আলোর মুখ দেখতে বসেছে

 width=
 
শিরোনাম: রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা       ২৯ রমজান কি অফিস খোলা?       আজ ঐতিহাসিক রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস       লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর       কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি      

 width=
 

রংপুরে ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির অভিষেক

শনিবার, ২ মার্চ ২০১৯, রাত ০৮:৫৫

স্টাফ রিপোর্টার: টেলিভিশন ক্যামেরাপার্সনদের সংগঠন ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রংপুরের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ভাওয়াইয়া সন্ধ্যা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সংগঠনের সভাপতি শাহ্ নেওয়াজ জনির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম। স্বাগত বক্তব্য রাখেন ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, ক্যামেরাপার্সনদের পেশাগত দক্ষতাবৃদ্ধি, আন্তঃ যোগাযোগ বৃদ্ধি করাসহ স্বার্থ সংরক্ষণে ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। নতুন এ সংগঠনটি ইতোমধ্যে তাদের লক্ষ্য পূরণে অনেকটা সফল হয়েছে। সাংবাদিকতার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন নেতৃবৃন্দরা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চ্যানেল আই’র সিনিয়র স্টাফ রিপোর্টার ও সমকাল রংপুর অফিস প্রধান সাংবাদিক মেরিনা লাভলী, একুশে টিভি ও দৈনিক সংবাদ প্রতিনিধি লিয়াকত আলী বাদল, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলাম, বৈশাখী টিভি’র প্রতিনিধি আফতাব হোসেন, এনটিভি’র সিনিয়র স্টাফ রিপোর্টার মঈনুল হক, ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার ড. তুহিন ওয়াদুদ, অ্যাড. এএএম মুনীর চৌধুরী, অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আজ পর্দার আড়ালে যারা থাকে তারা সংগঠিত হয়ে।ে তাদের যে প্রচেষ্টা সেটি তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারা সংগঠিত হয়ে সুন্দর অনুষ্ঠান করেছে। আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমি তাদের অভিনন্দন জানাই। সংগঠন জন্ম হয়, ধারবাহিকভাবে টিকে থাকে না। আশাকরি এ সংগঠন চিরকাল ধরে টিকে থাকবে। এখনকার ক্যামেরাপার্সনরা বিভাগীয় এ শহরে নেতৃত্ব দিয়ে সমস্যা-সম্ভাবনাগুলো তুলে ধরতে জাতির কাছে। এর আগে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে সংগঠনের নব-নির্বাচিত কমিটিকে অভিষিক্ত করা হয়। সংগঠনের পক্ষ থেকে অতিথিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করেন সংগঠনের নেতৃবৃন্দরা। শেষে টেলিভিশন ও বেতার শিল্পী রনজিৎ, কাইফুল ইসলাম বাঁধন, প্রতীমা রায় পলি’র পরিবেশনায় ভাওয়াইয়া সংগীত, নৃৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সরকারী বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ফখরুল শাহীন এবং কৌতুক পরিবেশন করেন সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক। অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস্ ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র নেতৃবৃন্দসহ রংপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই দৈনিক সমকালের ব্যুরো প্রধান অকাল প্রয়াত ইকবাল হোসেন ও পিআইবি’র মহাপরিচালক শাহ্ আলমগীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মন্তব্য করুন


 

Link copied