আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

কিশোরীগঞ্জে সাবেক বিজিবি সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

শুক্রবার, ৮ মার্চ ২০১৯, রাত ১১:৪২

কিশোরীগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি॥ ব্যবসায়ীক লেনদেনের পাওনা টাকা চাওয়ায় সাবেক বিজিবি সদস্য কর্তৃক জীবন নাশের হুমকির মুখে পড়েছে এক ব্যবসায়ী। প্রায় দেড় বছর ধরে দুই লাখ তিন হাজার টাকা পরিশোধ না করে উল্টো বিজিবির সাবেক ওই সদস্য এই ব্যবসায়ীকে হয়রানী করেই চলেছে। এ ঘটনায় আজ শুক্রবার (৮ মার্চ) বিকালে নীলফামারীর কিশোরীগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ঘটনা তুলে ধরেছে খুলনা জেলার নিউ পবিত্র ভান্ডারের মালিক উত্তম কুমার ঘোষ। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ওই ব্যবসায়ী কিশোরীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে খুলনা কদমতলা বাজারের মেসার্স নিউ পবিত্র ভান্ডারের মালিক বলাই কৃষ্ণ ঘোষের ছেলে উত্তম কুমার ঘোষ লিখিত বক্তব্যে বলেন, নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত এমলাক উদ্দিনের ছেলে সাবেক বিজিবি সদস্য আজিজুল ইসলাম আমার কাছে আলু বিক্রির কথা বলে তিন দফায় দুই লাখ তিন হাজার টাকা নেয়। এর মধ্যে নীলফামারীর কিশোরীগঞ্জ সোনালী ব্যাংক শাখার মাধ্যমে ৩৪০৭০০৪১ একাউন্টে ২০১৭ সালের ১৫ নবেম্বর ৭৫ হাজার তার একদিন পর ১৬ নবেম্বর ৭০ হাজার এবং ৫ দিন পর ২২ নবেম্বর একই একাউন্টে ৫৮ হাজার টাকা। ব্যাংকের মাধ্যমে টাকা গ্রহন করার পর আজিজুল ইসলাম আমার আড়তে আলু না পাঠিয়ে আমার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে। পরে আমি টাকা উদ্ধারের জন্য তাঁর বাড়িতে আসলে সে কিশোরীগঞ্জ বাজারের আলুর আড়ৎদার শহিদুল ইসলাম এবং কিশোরীগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করে টাকা পরিশোধ করার কথা বলে আমার কাছে তিন মাসের সময় চেয়ে নেন। আমি নির্ধারিত সময়ের পর গতকাল বৃহস্পতিবার তাঁর বাড়িতে টাকা চাইতে গেলে সে আমাকে ধাক্কাধাক্কি করে বাড়ি থেকে বের করে দেয় এবং আমাকে ২৪ ঘন্টার মধ্যে কিশোরীগঞ্জ ত্যাগ করতে বলে। আমি কিশোরীগঞ্জ থেকে চলে না গেলে সে আমাকে হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি প্রদান করে। তাই আমি আমার জীবনের নিরাপত্তার কথা ভেবে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে সাবেক বিজিবি সদস্য আজিজুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, ওই ব্যবসায়ীকে আমি ৮৫ হাজার টাকা দিয়েছি অবশিষ্ট টাকার জন্য ওনার কাছে সময় নিয়েছিলাম। কিন্তু নির্ধারিত সময়ের আগে তিনি আমার উপর চাপ সৃষ্টি করছে। তিনি ওই ব্যবসায়ীকে কোন হুমকী দেইনি। কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন, আজিজুল ইসলামকে আসামী করে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন


 

Link copied