আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা       রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা      

 width=
 

আন্তঃ জেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় নীলফামারী চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে

শনিবার, ১৬ মার্চ ২০১৯, রাত ০৯:৫৬

স্টাফ রিপোর্টার,নীলফামারী ১৬ মার্চ॥ আন্তঃ জেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় রংপুরকে হারিয়ে জাতীয় পর্যায়ের খেলায় জায়গা করে নিয়েছে নীলফামার জেলা ক্রীড়া সংস্থার মহিলা কাবাডি দল। আজ শনিবার (১৬ মার্চ) বিকালে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জোন পর্যায়ের খেলায় নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার মহিলা কাবাডি দল ৩৬-২৭ পয়েন্টে রংপুর জেলা ক্রীড়া সংস্থা মহিলা কাবাডি দলকে পরাজিত করে। খেলা শেষে সেখানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় আসাদুজ্জামান নূর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতুত্বে সারা দেশে খেলাধুলায় নূতন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শহরাঞ্চলসহ গ্রামের স্কুল কলেজে এর বিকাশ ঘটেছে। আর খেলাধুলায় ছেলে-মেয়েরা সমান তালে এগিয়ে যাচ্ছে। খেলোয়ারদের উদ্দেশ্যে তিনি বলেন, খেলাধুলায় টিকে থাকতে হবে, খেলাধুলা ধরে রাখতে হবে। থেমে গেলে হবে না, যার মধ্যে যে প্রতিভা আছে সেটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহীনুর আলম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয় নীলফামারী দলের ১০ নম্বর জার্সি পরিহিত রোমা রানী দাস। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন একই দলের ৪ নম্বর জার্সি পরিহিত তুহিন আক্তার। এর আগে এই প্রতিযোগীতায় তৃতীয় স্থান নির্ধারিত খেলায় পঞ্চগড় জেলা দল দিনাজপুর জেলা দলকে ৪৪-২৩ পয়েন্টে পরাজিত করে। উল্লেখ্য যে, গত ১৪ মার্চ ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা পুলিশের সহযোগিতায় যোন পর্যায়ের ওই আন্তঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা। নীলফামারী জেলা ক্রীাড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান,যোন পর্যায়ের এই আন্তুঃজেলা ও জাতীয় মহিলা কাবাডি প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের মোট আটটি জেলা ক্রীড়া সংস্থার মহিলা কাবাডি দল অংশ নেয়। দল গুলো হচ্ছে রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী এবং রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা।

মন্তব্য করুন


 

Link copied