আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

রংপুরে ছয় উপজেলার একটিতে লাঙ্গল বাকি সব নৌকার জয়

সোমবার, ১৮ মার্চ ২০১৯, রাত ১০:২৬

মমিনুল ইসলাম রিপন: রংপুর জেলার আটটি উপজেলার মধ্যে ছয়টিতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেল চারটায় ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোট গণনা। রাতে ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ এনামুল কবীর এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বেসরকারি ফলাফল ঘোষণা করেন। জেলার বদরগঞ্জ, তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একটিতে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফল অনুযায়ী- চেয়ারম্যান পদে পীরগঞ্জ উপজেলাতে নুর মোহাম্মদ মন্ডল (নৌকা), বদরগঞ্জে ফজলে রাব্বী সুইট (নৌকা), তারাগঞ্জে আনিছুর রহমান লিটন (নৌকা), পীরগাছায় আবু নাসের মোঃ মাহবুবার রহমান (লাঙ্গল) জয়ী হয়েছেন। এছাড়া বাকি দুই উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্ব›িদ্ব প্রার্থী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী লীগের রুহুল আমিন (গঙ্গাচড়া) ও আনোয়ারুল ইসলাম মায়া (কাউনিয়া)। জেলা নির্বাচন অফিস সূত্র জানা গেছে, বদরগঞ্জে প্রায় ৫১ হাজার ১২০ ভোটের বিশাল ব্যবধানে আওয়ামী লীগের ফজলে রাব্বী সুইট নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৭ হাজার ৯২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মাত্র ৬ হাজার ৮০০ ভোট। তারাগঞ্জে নৌকার প্রার্থী আনিছুর রহমান লিটন পেয়েছেন ৪২ হাজার ৩৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী শাহিনুর ইসলাম মার্শাল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯২২ ভোট। পীরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নুর মোহাম্মদ মন্ডল ৭১ হাজার ৯৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬৯ ভোট। পীরগাছায় নৌকার প্রার্থী আব্দুল্লাহ্ আল মাহমুদ মিলন প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েয়েন জাতীয় পার্টির প্রার্থীর কাছে। লাঙ্গল প্রতীকে আবু নাসের মোঃ মাহবুবার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামী লীগের আব্দুল্লাহ্ আল মাহমুদ মিলন পেয়েছেন ৪০ হাজার ৯৫৭ ভোট। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বদরগঞ্জ উপজেলাতে তাজুল ইসলাম, তারাগঞ্জে গোলাম ছাইদেল কাওনাইন, পীরগঞ্জে শফিউর রহমান মন্ডল, পীরগাছায় আরিফুল হক লিটন, কাউনিয়ায় আব্দুর রাজ্জাক এবং গঙ্গাচড়াতে সাংবাদিক সাজু মিয়া লাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বদরগঞ্জে নাজমা জাহানুর, তারাগঞ্জে সাবিনা ইয়াসমিন, পীরগঞ্জে শিরিনা খাতুন, পীরগাছায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তানজিনা আফরোজ, কাউনিয়াতে আঙ্গুরা বেগম এবং গঙ্গাচড়া উপজেলায় রাবিয়া বেগম। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। রংপুর জেলার আটটি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ছয় উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এদিকে জেলার কোথাও তেমন বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন পরিচালনা কর্মকর্তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।

মন্তব্য করুন


 

Link copied