আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

জলঢাকায় এলজিএসপির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বুধবার, ২০ মার্চ ২০১৯, রাত ০৮:৪০

স্টাফ রিপোর্টার,নীলফামারী ২০ মার্চ॥ নীলফামারীর জলঢাকায় লোকাল গভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর প্রশিক্ষণ কর্মশালারউদ্বোধন করা হয়। আজ বুধবার(২০ মার্চ) সকালে জলঢাকা উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উপজেলার ধর্মপাল ও শিমুলবাড়ী ইউনিয়নে লোকাল গভন্যান্স প্রজেক্ট ৩ (এলজিএসপি)র আওতায় ইউপি চেয়ারম্যান, সদস্য, কারিগরী কর্মকর্তা, স্কিম সুপারভিশন কমিটির আহ্বায়ক, ইউপি সচিবদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক বলেন, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই প্রকল্প বাস্তবায়ন করতে সবাইকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। তাই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আপনারা মনোযোগ সহকারে এই প্রশিক্ষণ নিয়ে ভালোভাবে কাজ করবেন সে আশাই করবো। এ ছাড়া সব কিছুর সাথে সমন্বয় রেখে প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে হবে। এসব প্রজেক্ট বাস্তবায়ন করতে কোনো দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি যেন না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা ডিএফ এলজিএসপি-৩ আবু হেনা মোস্তফা কামাল, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান হামিদুল হক, ধর্মপাল ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান প্রমূখ। দুই দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারী ৪৬ জনকে আর্থিক ব্যবস্থাপনা, রেকর্ডপত্র রক্ষনাবেক্ষণ এবং স্কিমের পরিবেশ ও সামাজিক প্রভাব যাচাই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

মন্তব্য করুন


 

Link copied