আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসে রংপুরে মানববন্ধন

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯, বিকাল ০৭:৪২

স্টাফ রিপোর্টার: ‘হরিজন রবিদাস পরিবারে জন্মগ্রহন কি আমাদের অপরাধ। আমরা দলিত জনগোষ্ঠী বলে সমাজ আমাদের মানুষ ভাবে না। আমাদের সামাজিক নিরাপত্তা নেই। খাবারের হোটেল থেকে শুরু করে সবখানেই আমাদের অবহেলা করা হয়। আমরা কি রক্তে মাংসে গড়া মানুষ নই। প্লিজ আমাদের মানুষ ভাবুন। বর্ণবৈষম্য বিলোপ করুন।’ এমন আক্ষেপ নিয়েই কথাগুলো বলছিলেন হরিজন সম্প্রদায়ের তাপস দাস। বৃহস্পতিবার (২১ মার্চ) আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায়ে এসব কথা বলা হয়। নেটওয়ার্ক অফ নন-মেইনষ্ট্রিমড্ মারজিনালাইজড্ কমিউনিটিজ (এনএনএমসি) ফাউন্ডেশন রংপুর জেলা এ্যাডভোকেসি প্লাট ফর্ম এই মানববন্ধনের আয়োজনে করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের ছেলে মেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা বঞ্চিত। সরকারি চাকরিতে আমাদের জন্য কোটা ব্যবস্থার প্রবর্তন নেই। সবদিক থেকে আমরা বঞ্চিত। আমাদের স¤প্রদায় যাই হোক, আমাদের মধ্যে বর্ণবৈষম্য কেন? এই বৈষম্যই আমাদেরকে পিছিয়ে রেখেছে।’ রংপুর জেলা এ্যাডভোকেসি প্লাট ফর্মের সভাপতি মনিলাল দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সদর উপজেলা প্লাট ফর্মের সাধারন সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, দপ্তর সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, এনএনএমসি’র লিয়াজো অফিসার সুলতানা আফরিন, কো-অর্ডিনেটর নুরুল আলম, শ্রমিক নেতা পলাশ কান্তি নাগ, বিডিইআরএম’র সাধারন সম্পাদক গৌতম কুমার দাস, রবিদাস ও হরিজনদের মধ্যে তাপস দাস, সজিব দাস, জয় দাস, দীপক দাস, তরুণ দাস প্রমুখ। এসময় সমাবেশ থেকে জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে আইন কমিশন সুপারিতকৃত প্রস্তাবিত ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রæত প্রণয়ন করতে সরকারের প্রতি আহŸান জানানো হয়। মানববন্ধন শেষে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন এনএনএমসি ও এ্যাডভোকেসি প্লাট ফর্মের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন


 

Link copied