আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

লালমনিরহাট উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যানদের গনসংবর্ধনা

শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯, রাত ০৯:৩৭

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলা নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ভাইচ চেয়ারম্যান মোঃ জাবেদ হোসেন বক্কর ও মহিলা ভাইচ চেয়ারম্যান লতিফা বেগম লাকিকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৯টায় গোকুন্ডা ইউনিয়নের মোস্তফী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গনসংবর্ধনা দেয়া হয়। মোস্তফী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে¡ গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান। মোস্তফী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি জননেতা আব্দুর রশীদ সরকার টোটনের আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. সফুরা বেগম রুমী, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন জাহাঙ্গীর, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর, সাধারন সম্পাদক সাখওয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রাজু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইয়াকুব আলী প্রমূখ। গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে উচ্চ বিদ্যালয় মাঠের একই মঞ্চে দেশের বিভিন্ন স্থানের সনামধন্য শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১০ মার্চ উপজেলা পরিষদেও ১ম ধাপের নির্বাচনে লাপলমনিরহাটের ৫টি উপজেলার দুইটিতে আ’লীগ ও দুইটিতে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করে। এরা হলেন, লালমনিরহাট সদর উপজেলায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান সুজন, কালীগঞ্জ উপজেলায় আ’লীগ প্রার্থী মাহবুবুজ্জামান, হাতিবান্ধা উপজেলায় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মামুন ও পাটগ্রাম উপজেলায় আ’লীগ প্রার্থী রুহুল আমিন বাবুল। অপর আদিতমারী উপজেলায় আইন শৃঙ্খলার অবনতি শঙ্খায় নির্বাচন কমিশন ওই উপজেলায় ভোট স্থগিত করেছেন। লালমনিরহাট সদর উপজেলার পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কামরুজ্জামান সুজন আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রর্থী নজরুল হক পাটোয়ারী ভোলাকে ৭ হাজার ৪শত ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। সদর উপজেলার ৮৯ কেন্দ্রের ফলাফলে আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কামরুজ্জামান সুজন পান ২৯ হাজার ৩৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আ’লীগ সমর্থিত প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলা নৌকা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৫শত ৭১ ভোট।

মন্তব্য করুন


 

Link copied