আর্কাইভ  শনিবার ● ১১ মে ২০২৪ ● ২৮ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ১১ মে ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত, এসআই হাসপাতালে       রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ডের আদেশ       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু       তিস্তা নিয়ে ভারত-চীন প্রতিযোগিতা       ঠাকুরগাঁওয়ে উপজেলা নির্বাচনে আনারস ও মোটরসাইকেল মার্কার জয়      

 width=
 

রংপুরে আট দিনব্যাপী বই মেলা শুরু

শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯, রাত ০৯:৫০

 মমিনুল ইলাম রিপন: বই মেলায় শিশুদের নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক ও যুগ্ম সচিব মোঃ শওকত আলী। তিনি বলেছেন, বই আলো ছড়ায়। সমাজ, দেশ ও জাতিকে আলোকিত করে। তাই আমাদের বর্তমান প্রজন্মকে বই পড়াতে উৎসাহিত করতে বই মেলার মতো আয়োজনে অভিভাবকদের নিয়ে আসা উচিত। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আট দিনব্যাপী শুরু হওয়া রংপুর বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার পরিচালক রুহুল আমিন মিঞা, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, পুলিশের রংপুর রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার এনামুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপারে পদোন্নতিপ্রাপ্ত) আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্ব করেন। এছাড়াও রংপুরের বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বই অনুরাগী সুধিজন উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এই মেলার আয়োজন করেছে রংপুর জেলা প্রশাসন। আট দিনব্যাপী এই বই মেলায় সারাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলে ৬৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোন প্রবেশ মূল্য নেই। মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। আগামী ১২ এপ্রিল শুক্রবার মেলার সমাপণী আয়োজন রয়েছে।

মন্তব্য করুন


 

Link copied