Templates by BIGtheme NET
আজ- বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯ :: ২৯ কার্তিক ১৪২৬ :: সময়- ৩ : ৪৮ অপরাহ্ন
Home / টপ নিউজ / দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দাদি-নাতনি নিহত; আহত-২

দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দাদি-নাতনি নিহত; আহত-২

শাহ্ আলম শাহী,স্টাফ রিপের্টিার,দিনাজপুর থেকে: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দাদি-নাতনি নিহত হয়েছে। আহত হয়েছে,আরো দু’জন।
ঘটনাটি ঘটেছে,আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় বীরগঞ্জ- গোলাপগঞ্জ সড়কের কৌকুড়ি নামক এলাকায়। নিহতরা হলেন, দাদি জহুরা বেগম (৬০) এবং নাতনি শিশু জুঁই (৭)। আহতরা হলেন,সজিব (২৬) ও জান্নাত (১৯)। তাদের বাড়ি ৬ নং নিজপাড়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে।
ঘাতক ট্রাকটি স্থানীয় জনতা আটক করেছে। তবে ট্রাক চালক ও হেলপার পালিয়েছে। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসমিন হোসেন এবং ৬ নং নিজপাড়া ইউপি চেয়ারম্যান এম,এ খালেক সরকার ও ১১নং মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধূরী হেলালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনুরোধ করলে বিক্ষুদ্ধ জনতা প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয়।
ঘটনাস্থলে বীরগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন নিহতদের সুরত হাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful