Templates by BIGtheme NET
আজ- শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ :: ৪ শ্রাবণ ১৪২৬ :: সময়- ৪ : ২৩ অপরাহ্ন
Home / রংপুর / রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

হাসান আল সাকিব,মহানগর প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন আর নানা রঙের মাতোয়ারার মধ্য দিয়ে বিভাগীয় শহর রংপুরে উদযাপন হলো বাংলা নব্বর্ষ ১৪২৬।বছরের প্রথম সকালে উদিত সূর্যের আলো চারদিক ছড়িয়ে পড়ার সাথে সাথেই ঢাক-ঢোলের আওয়াজে প্রকম্পিত হয়ে উঠে নগরীর আশপাশ। ছড়িয়ে পড়ে পহেলা বৈশাখের ডাকে সুখ-শান্তি-সমৃদ্ধির বার্তায় বাংলাদেশকে এগিয়ে নেবার আহ্বান।বৈশাখের সকাল থেকেই রংপুর মহানগরীসহ জেলার আট উপজেলায় বাঙালী সংস্কৃতির প্রাণের উৎসব বাঙলা বর্ষবরণে মেতে উঠে ধর্ম-বর্ণ নির্বিশেষে ছোট-বড় সব বয়সী মানুষ।
রংপুর জেলা ও বিভাগীয় প্রশাসনের যৌথ আয়োজনে নগরীতে বের হয় বর্ণিল শোভাযাত্রা। এই শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার জয়নুল বারী ও জেলা প্রশাসক এনামুল হাবীব। এদিকে দিকে সিটি কর্পোরেশনের আয়োজনে শোভাযাত্রায়র উদ্বোধন করেন সিটি মেয়ার মোস্তাফিজুর রহমান মোস্তফা।এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।রংপুর মহানগরী থেকে একটু দূরের গ্রামগঞ্জে নাগর দোলা, পুতুল নাচ, লাঠি খেলা, পাতা খেলা, হা-ডু-ডু, ঘুড়ি উৎসবসহ বৈচিত্রময় সব আয়োজন করা হয়। আবার কোথাও বসেছে বৈশাখী মেলা। কেউ কেউ রঙ তুলির আলপনায় বৈশাখের শুভেচ্ছা বিলিয়ে দিচ্ছে গ্রামের মেঠোপথ থেকে শহুরের দিকে। সবমিলে যেন উত্তরের সংস্কৃতি সমৃদ্ধ প্রাচীনতম এই মহানগরীরসহ পুরো রংপুর জেলা বৈশাখের রঙে রঙিন হয়ে উঠেছে।ভিড় বেড়েছে বিনোদন স্পটগুলোতে।
রংপুর চিড়িয়াখানা, ভিন্নজগত, কালেক্টরেট সুরভী উদ্যান, চিকলী বিল, ঘাঘট প্রয়াস সেনা বিনোদন পার্কসহ আশপাশের উপজেলার ছোট বড় বিনোদন কেন্দ্রগুলোতে চলছে বৈশাখের উৎসব।এদিকে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো সিসি ক্যামেরার আওতায় নেয়াসহ বেশ কয়েকটি পয়েন্ট ঘিরে বাড়ানো পুলিশি টহল। বলা যায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে ছিল রংপুর মহানগরী।
Social Media Sharing

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful