আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুর বিভাগ থেকে ২০ বছরে ২ লাখ ২৭ হাজার কর্মী বিদেশ গেছেন       দিনাজপুরে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার        জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবাকে কবর দিতে ছেলের বাঁধা ॥ পুলিশের হস্তক্ষেপে দাফন       নীলফামারীতে স্বামীর প্রথম বিয়ের খবরে নববধূ দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা ॥ স্বামী গ্রেপ্তার       রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯      

 width=
 

ভোটার তালিকা হালনাগাদে নীলফামারীতে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

রবিবার, ২১ এপ্রিল ২০১৯, দুপুর ০৪:৪৪

স্টাফরিপোর্টার,নীলফামারী ২১ এপ্রিল॥ নীলফামারী জেলা সদর ও ডিমলা উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০১৯ আগামী ২৩ এপ্রিল হতে শুরু হচ্ছে। তথ্য সংগ্রহের জন্য এই দুই উপজেলায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা সদর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে আজ রবিবার (২১ এপ্রিল) সকাল হতে দিনব্যাপী নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজে জেলা সদরের ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ মোট ১৮৯ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এদের মধ্যে তথ্য সংগ্রহকারী হিসাবে সহকারী শিক্ষক রয়েছে ১৫৬ জন ও সুপারভাইজারের জন্য ৩৩ জন প্রধান শিক্ষক রয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম, সদর উপজেলার নির্বাচন অফিসার আফতাব উজ্জামান। অপর দিকে ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের জন্য একই ভাবে প্রশিক্ষন অনুষ্ঠিত হয় ইসলামীয়া ডিগ্রি কলেজে গতকাল শনিবার (২০ এপ্রিল)। এই উপজেলায় সুপারভাইজার ২০ জন ও তথ্য সংগ্রহকারী রয়েছে ১০০ জন। জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, এই জেলার নীলফামারী ও ডিমলা উপজেলায় হাল নাগাদ ভোটার তালিকা সম্পন্ন করতে আগামী ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত চলবে তথ্য সংগ্রহ। ছবি তোলা শুরু হবে ১৫ মে হতে ২১ পর্যন্ত। তিনি আরো জানান এবার ভোটার তালিকায় সংযুক্ত করা হবে যাদের জন্ম তারিখ ০১/০১/২০০৪ অথবা এর পূর্বে যারা জন্মগ্রহন করেছে তাদের জন্য প্রযোজ্য হবে। সুত্র মতে বর্তমানে নীলফামারী জেলা সদরে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১১ হাজার ৭৩৫ জন ও ডিমলা উপজেলায় এক লাখ ৯৭ হাজার ২৯৩ জন। হাল নাগাদ ভোটার তালিকা করা হলে নতুন করে আরো ১০ ভাগ ভোটার বৃদ্ধি পাবে বলে ধারনা করা হচ্ছে। সুত্র জানায়, চলতি বছরের হাল নাগাদ ভোটার তালিকার প্রথম পর্যায়ে নীলফামারী ও ডিমলা উপজেলা দিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে এ জেলার অপর চারটি উপজেলা সৈয়দপুর, ডোমার,জলঢাকা ও কিশোরীগঞ্জ এবং ডোমার, সৈয়দপুর ও জলঢাকা পৌরসভা এলাকায় শুরু করা হবে।

মন্তব্য করুন


 

Link copied