আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল       নীলফামারীতে গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার      

 width=
 

রংপুর ডিসি অফিস ঘেরাও

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৩, বিকাল ০৫:৩৯

ডেস্ক: বিনিময়ে দুলাল হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করার প্রতিবাদে শত শত নারী পুরুষ রংপুর ডিসি অফিস ঘেরাও করেছে। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে ডিসি অফিস ঘেরাও করে একটি স্মারকলিপি দেন তারা। এ সময় নানা স্লোগান দেয় তারা, ‘খুনি আশরাফুল বাইরে কেন প্রশাসন জবাব চাই, দুলাল হত্যাকারীরা গ্রেপ্তার হচ্ছে না কেন প্রশাসন জবাব চাই, টাকা নিয়ে পুলিশ ম্যানেজ প্রশাসন জবাব চাই’। জানা গেছে, পরকিয়া প্রেমের বাধা এবং বিভিন্ন সালিশে প্রেমিক আশরাফুলের বিরুদ্ধে সাক্ষী দেয়ায় নৃশংসভাবে খুন হন নগরীর দর্শনা এলাকার দুলাল মিয়া। চলতি মাসের ৩ তারিখে দুলাল খুন হয়। পুলিশ প্রেমিকা বেবিকে গ্রেপ্তার করলেও মূল আসামি আশরাফুলকে ও অন্যদের গ্রেপ্তার করেনি। দুলালের স্বজনদের অভিযোগ, পুলিশ মোটা অঙ্কের টাকার বিনিময়ে খুনি আশরাফুলসহ অন্য আসামিদের গ্রেপ্তার করছে না। নিহত দুলালের আত্মীয় ও বিক্ষোভ মিছিলে থাকা শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, খুনি আশরাফুল প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। মিছিলে থাকা একাধিক ব্যক্তি জানান, আমরা শুনছি পুলিশ টাকা নেয়ার কারণে আসামিদের গ্রেপ্তার করছে না। এ কারণে আমরা ডিসি অফিস ঘেরাও করেছি। এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত বলে ফোন কেটে দেন।

মন্তব্য করুন


 

Link copied