আর্কাইভ  শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ● ১৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
 width=
 

 

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

রানিকে নিয়ে কুড়িগ্রামে পৌঁছেছেন ভুটানের রাজা

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

কুড়িগ্রামে সমৃদ্ধির হাতছানি

 width=
 
শিরোনাম: রংপুরবাসীর জন্য সরকারি চাকরি, পদ ১৫৯       স্বাস্থ্যের রংপুর বিভাগীয় পরিচালক ফজলুল হক কারাগারে       কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা       লালমনিরহাটে পুকুরে জাল ফেলতেই জালে উঠে এলো যুবকের মরদেহ       কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ভুটানের রাজা      

 width=
 

জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটগ্রহন চলছে

রবিবার, ৫ মে ২০১৯, দুপুর ০১:২৩

স্টাফ রিপোর্টার নীলফামারী ৫ মে॥ স্থগিত থাকা নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সুষ্ঠু, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ রবিবার (৫ মে) সকাল আটটা থেকে উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৯ টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহন। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ১৭২ জন। ৮৯টি কেন্দ্রে ৮৯ জন প্রিজাইডিং, ৫৫৫জন সহকারী প্রিজাইডিং ও এক হাজার ১১০ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বাচন সুষ্ঠভাবে গ্রহনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ১৪জন ম্যাজিস্ট্রেট ও ১২জন পর্যবেক্ষক সার্বক্ষণিক নির্বাচনী কার্যক্রম মনিটরিং করছে। চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরা হলেন আনছার আলী মিন্টু (নৌকা) ও আব্দুল ওয়াহেদ বাহাদুর (চিংড়ি মাছ)। এ রির্পোট লিখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সরেজমিনে দেখা যায় প্রচন্ড কড়া রোদের ভেতর সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কায়িক শ্রমিকরা সকাল সকাল ভোট দিয়ে তাদের কাজে চলে যায়। বেলা বাড়ার সঙ্গে নারী ভোটারদের ভিড় চোখে পড়ার মতো ছিল। গতকাল শনিবার ঘুর্ণীঝড় ফণীর প্রভাবে এলাকায় যে দিনভর বৃস্টি আর দমকা বাতাস ছিল তার কোন প্রমানও ছিলনা জলঢাকায়। কড়া রোদের ভেতরেই শান্তিপূর্ণ ভোটগ্রহনের জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা টহলে রয়েছেন। নৌকার প্রার্থী আনছার আলী মিন্টু জানান, এলাকার ভোটাররা ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করছে। তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী চিংড়ি মাছ প্রতিকের আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, আনছার আলী মিন্টুর সমর্থকরা বেশ কিছু ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেস্টা করছে। তিনি দাবি করে বলেন নিরপেক্ষ ভাবে ভোট গ্রহন ও গগনার পর ফল প্রকাশ করা হয় তাহলে আমার বিজয় শতভাগ নিশ্চিত বলে মনে করি। জলঢাকা উপজেলা নির্বাচনের রির্টানীং কর্মকর্তা জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম জানান অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু ভাবে ভোট চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সজাগ। সুত্র মতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় গত ১০ মার্চ জলঢাকা উপজেলা নির্বাচনের ভোট গ্রহনের দিন ধার্য্য ছিল। উচ্চ আদালতে মামলা জটিলতায় শুধু মাত্র চেয়ারম্যান পদের ভোটগ্রহন স্থগিত হয়ে যায়। ফলে ওই সময় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরবর্তিতে উচ্চ আদালতে মামলার রায়ের পর নির্বাচন কমিশনের আদেশে আজ ৫ মে চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।

মন্তব্য করুন


 

Link copied