আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ● ৫ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: সার্ভার ডাউন: রসিকে জন্ম নিবন্ধন নিয়ে ভোগান্তি চরমে       রংপুরে ফটোসাংবাদিক ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনী       ডোমার ও ডিমলা উপজেলা নির্বাচনে ৩৫ জনের প্রার্থীতা বৈধ ॥ চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে আওয়ামীলীগের ৭ জন প্রার্থী       নীলফামারীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন       নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু      

 width=
 

রংপুরে চালুর অপেক্ষায় বিআরটিসির দুই ডাবল ডেকার

মঙ্গলবার, ১৪ মে ২০১৯, দুপুর ০১:১৭

বিআরটিসি রংপুর ডিপো সূত্রে জানা গেছে, বাস দুটি নগরীর পাগলাপীর থেকে পৃথক রুটে নিয়মিত চলাচল করবে। এর মধ্যে একটি পাগলাপীর থেকে পীরগঞ্জ উপজেলায় যাবে। এ সময় বাসটি হাজীর হাট, সিওবাজার, মেডিকেল মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মডার্ন মোড় ও পায়রাবন্দে স্টপেজ দেবে। আরেকটি বাস পাগলাপীর থেকে কাউনিয়া তিস্তাব্রিজ পর্যন্ত চলাচল করবে। এটি স্টপেজ দেবে হাজীরহাট, সিও বাজার, মেডিকেল মোড়, কাচারি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, কারমাইকেল কলেজ, পার্কের মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাজহাট ও সাতমাথায়।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রংপুর সড়ক ভবন চত্বরে সওজ অধিদপ্তর রংপুর জোন, বিআরটিএ ও বিআরটিসি রংপুর ডিপোর কার্যক্রম নিয়ে এক গণশুনানি হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। এ সময় তিনি রংপুরে দ্রুত নতুন বিআরটিসি বাস সরবরাহের প্রতিশ্রুতি দেন। এরই পরিপ্রেক্ষিতে বিআরটিসির চেয়ারম্যান ফরীদ আহমেদ ভূইয়ার নির্দেশে নতুন বাস বরাদ্দের চিঠি ইস্যু করা হয়। পাশপাশি দুটি করে দ্বিতল ও একতলা বাস বরাদ্দ দেয়া হয়।

বিআরটিসি রংপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) ওমর ফারুক মেহেদী বলেন, বাস দুটি চলাচলের রুট ঠিক হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা করছি। এ বিষয়ে মেয়র মহাদয়ের সঙ্গে কথা হবে। তিনি আরো বলেন, বাসগুলোর নিচতলায় ৩২ জন ও দ্বিতীয় তলায় ৪৩ জন যাত্রী বসতে পারবেন। এছাড়া প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য আসন সংরক্ষিত থাকবে। বাকি দুটি একতলা বাস শিগগিরই নিয়ে আসা হবে।

মন্তব্য করুন


 

Link copied