আর্কাইভ  শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ● ৭ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শনিবার ● ২০ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: ডিমলা উপজেলা নির্বাচন॥ এমপির ভাই, ভাতিজা ও ভাতিজি বউ প্রার্থী-তৃণমূলে ক্ষোভ       কিশোরী গৃহকর্মীকে খুন্তির ছ্যাকা; রংপুর মেডিকেলে মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়ছে নাজিরা       সারাদেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি       হিট অ্যালার্টে ৭ দিন স্কুল বন্ধের দাবি       শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা, সম্পাদক ডিপজল      

 width=
 

৪৬৮ ডাটা এন্ট্রি অপারেটর নেবে ইসি

মঙ্গলবার, ২১ মে ২০১৯, দুপুর ১০:৫১

সোমবার ইসির উপ-সচিব সরকার মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, ২২ মে সকাল ১০টা থেকে ১১ জুন বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

অনলাইনে পূরণকৃত আবেদনের রঙিন কপি পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের জন্য প্রিন্ট করে সংগ্রহ করে রাখতে হবে। অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক নাম্বার থেকে দুটি এসএমএসের মাধ্যমে ১১২ টাকা ফি জমা দিতে হবে।

ফি জমা দেয়ার নিয়ম- প্রথম এসএমএস- ECS (space) user id লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএস আসার পর দ্বিতীয় এসএমএসটি পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস যেভাবে পাঠাতে হবে- ECS (space) YES (space) PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন...

মন্তব্য করুন


 

Link copied