আর্কাইভ  শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ● ৬ বৈশাখ ১৪৩১
আর্কাইভ   শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: পলাশবাড়ীতে আসামির ছুরিকাঘাতে বাদীর মৃত্যু, গ্রেফতার ১       মন্ত্রী-সংসদ সদস্যদের সন্তান-স্বজনের ভোটে না দাঁড়ানোর নির্দেশ       ভোজ্যতেলের দাম বাড়ল, খোলা তেলে সুখবর       বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ        খরার ঝুঁকিতে রংপুর অঞ্চল      

 width=
 

রংপুরে সিটি সার্ভিসের নামে প্রতারণা! (ভিডিও)

শুক্রবার, ২৪ মে ২০১৯, দুপুর ০৩:৫১

হাসান আল সাকিব এবং কবির চৌধুরী জয়:  নগরবাসীকে আশা দেখিয়ে গত ২০ মে রংপুরে সিটি বাস সার্ভিস নামে চালু হয় দুটি দ্বিতল বিআরটিসি বাস।বাস দুটি পাগলাপীর থেকে মেডিকেল মোড়, কাচারী বাজার, জাহাজ কোম্পানি, পার্কের মোড় হয়ে মাহিগঞ্জ পর্যন্ত চলাচল করার কথা থাকলেও বাস দুটি চলাচল করছে পীরগঞ্জ ও কাউনিয়া পর্যন্ত। নাম সিটি সার্ভিস হলেও প্রথম দিন থেকেই উপজেলা সার্ভিসে পরিণত হয়েছে বাস দুটি। সিটি সার্ভিস শহরের ভিতরে চলাচল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

নগরবাসী জানান, রংপুর শহরকে যানজট মুক্ত করার যে প্রতিশ্রুতি দিয়েছিলো সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন কার্যত পদক্ষেপ নেয়নি নগর পিতা।

নগরবাসী শহরের ভিতরের অটো তুলে দিয়ে বেশি করে সিটি সার্ভিস চালুর দাবি জানালেও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা জানালেন উল্টো কথা।

এদিকে সিটি সার্ভিসের নামে নগরীর বাইরে বাস সার্ভিস চালু করায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গোলাম রব্বানী তুষার নামে একজন লিখেছেন, রংপুর বেশ বড় একটা শহর, এর জন্য মাত্র দু‌টি সি‌টি সা‌র্ভিস বাস তাও আবার দুই রু‌টের জন্য ? এটা রংপুরবা‌সির সা‌থে তামাশা ছাড়া আর কি !! স‌ত্যি য‌দি সি‌টি সা‌র্ভিস চালু কর‌তে হয় ত‌বে বেশ কিছু বাস নামা‌তে হ‌বে, একই সা‌থে শহ‌রে রিকশা ও অটোর কার‌নে যে ভয়াবহ যানজট হয় তা নিরস‌নের জন্য কিছু পদ‌ক্ষেপ গ্রহন কর‌তে হ‌বে।

নূর হোসেন ইমরান কমেন্টস করেছেন, ডাবল ডেকারের প্রয়োজন ছিল না। তাও আবার মাত্র ২ টা !! ৬ টা বাস হলেই ভাল হতো।  তাহলে রাস্তায় আসার কিছুক্ষনের মধ্যেই বাস পাওয়া যেত। কোন ইফেক্ট পরবে বলে মনে হচ্ছে না। এখন যেমনটা আছে তেমনই থাকবে বলে মনে হচ্ছে। যাক আশাকরি পরবর্তী পদক্ষেপে আরও পরিবর্তন আসবে।

আর.টি.ভি’র সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদল স্টাটাসে লিখেছেন, রংপুরে যানজট নিরসনে নগরীতে চাইলাম সিটি বাস সার্ভিস, পেলাম বিআরটিসির উপজেলা বাস সার্ভিস।

দেখুন ভিডিও সংবাদ:

মন্তব্য করুন


 

Link copied