আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন       রংপুরে মিস্টি ও সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা      

 width=
 

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'RZS ASSOCIATION OF BRUR' এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

শনিবার, ২৫ মে ২০১৯, রাত ১০:৩০

খবর বিজ্ঞপ্তি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন  করা হয়েছে। ২৫ মে ২০১৯ ইং রোজ শনিবার সন্ধ্যায় সভাপতি হিসেবে তাওহীদ মোঃ ফয়সালুল বারী (ব্যাচ ২০১০) ও সাধারণ সম্পাদক হিসেবে শাহরিয়ার শরীফ রাহাতের (ব্যাচ ২০১০) নাম ঘোষণা করা হয়। এ কমিটি আগামী এক বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কল্যাণ ও সেবামূলক কাজ করবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মোঃ মিজানুর রহমান (ব্যাচ ১৯৯৪), মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাসুদ-উল-হাসান (ব্যাচ ২০০৩) এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য জনাব মোস্তফা মাহমুদ হাসান (ব্যাচ ২০০৬)। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্যালারী রুমে অনুষ্ঠিত ১৬ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী তাওহীদ মোঃ ফয়সালুল বারীর পাশাপাশি সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আজমল হোসেন (ব্যাচ ২০১০) ও মোঃ মেহেদী হাসান (ব্যাচ ২০১২)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার শরীফ রাহাত এবং সহ-সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক আবেদীন (ব্যাচ ২০১২)। এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হয়েছেন হিরন্ময় রায় পার্থ (ব্যাচ ২০১৪) ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন এ কে এম গোলাম রায়হান (ব্যাচ ২০১৫) এছাড়াও কোষাধ্যক্ষ হয়েছেন কামরুল ইসলাম সজীব (ব্যাচ ২০১৩) এবং প্রচার সম্পাদক হয়েছেন মোঃ সুজাউল ইসলাম (ব্যাচ ২০১২)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আসিফ, শোয়াইব, প্রান্ত, মুত্তাকিন, রনি, আশিক এবং হৃদয়। এসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে রয়েছেন ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আলী রায়হান সরকার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. মোঃ মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আতিকুর রহমান, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব এ টি এম জিন্নাতুল বাশার, ফিনান্স ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব নুরুল কবির বিপ্লব ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মাসুদ-উল-হাসান। ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন মোস্তফা মাহমুদ হাসান, রোকনুজ্জামান হিমু, আরিফ আনান ও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা রংপুর জিলা স্কুলের প্রাক্তন সকল শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ নতুন কমিটির সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।

মন্তব্য করুন


 

Link copied